রাজধানীর ফকিরাপুলের রান্নার সময় ‘গ্যাস সিলিন্ডারের লিকেজ’ থেকে লাগা আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।রোববার বেলা সোয়া ১১টার দিকে গরম পানি গলির একটি ৮ তলা ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- কামরুন্নেসা রোজিনা, তার ছেলে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিয়াজ হোসেন ও রোজিনার মামাতো বোন কুলসুমা আক্তার।
হাসপাতালে রোজিনা জানান, আমি ও কুলসুমা আক্তার গ্যাসের সিলিন্ডারের চুলায় রান্না করছিলাম। হঠাৎ সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে গেলে আমাদের চিৎকারে ছেলে রিয়াজ এগিয়ে আসলে সেও দগ্ধ হয়।’ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, রোজিনার দুই পায়ে দগ্ধ হয়েছে। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়া রিয়াজ হোসেন ও কুলসুমা আক্তারের দুই হাত মুখমন্ডল দগ্ধ হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছেন।’
রোজিনার শরীরের ২ শতাংশ, কুলসুমার ১২ শতাংশ এবং রিয়াজের শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানান তিনি। দগ্ধদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী গ্রামে। তারা ঢাকায় ভাড়া বাসায় খাবার রান্না করে তা বিভিন্ন মেসে সরবরাহ করে থাকেন।
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
রাজধানীর ফকিরাপুলের রান্নার সময় ‘গ্যাস সিলিন্ডারের লিকেজ’ থেকে লাগা আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।রোববার বেলা সোয়া ১১টার দিকে গরম পানি গলির একটি ৮ তলা ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- কামরুন্নেসা রোজিনা, তার ছেলে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিয়াজ হোসেন ও রোজিনার মামাতো বোন কুলসুমা আক্তার।
হাসপাতালে রোজিনা জানান, আমি ও কুলসুমা আক্তার গ্যাসের সিলিন্ডারের চুলায় রান্না করছিলাম। হঠাৎ সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে গেলে আমাদের চিৎকারে ছেলে রিয়াজ এগিয়ে আসলে সেও দগ্ধ হয়।’ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, রোজিনার দুই পায়ে দগ্ধ হয়েছে। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়া রিয়াজ হোসেন ও কুলসুমা আক্তারের দুই হাত মুখমন্ডল দগ্ধ হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছেন।’
রোজিনার শরীরের ২ শতাংশ, কুলসুমার ১২ শতাংশ এবং রিয়াজের শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানান তিনি। দগ্ধদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী গ্রামে। তারা ঢাকায় ভাড়া বাসায় খাবার রান্না করে তা বিভিন্ন মেসে সরবরাহ করে থাকেন।