রংপুরের তারাগঞ্জে ড্রামট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী ছাগল ব্যবসায়ী নিহত হয়েছেন। অপরদিকে, নরসিংদীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
তারাগঞ্জ (রংপুর) : রংপুরের তারাগঞ্জে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মহুবার রহমান নামে এক মোটরসাইকেল আরোহী ছাগল ব্যবসায়ী নিহত হয়েছেন। জানা গেছে, রোববার রাত ১০টায় উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর নদীরপাড় গ্রামের মৃত জহির রহমানের ছেলে ছাগল ব্যবসায়ী মহুবার রহমান একটি মোটরসাইকেলের পেছনে বসে তারাগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঘনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে রংপুর-দিনাজপুর মহাসড়কে পেছন দিক থেকে একটি ড্রামট্রাক ধাক্কা দেয় তাদের মোটরসাইকলেটিকে। এতে মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে সড়কের ওপরে পড়ে গিয়ে, ওই ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মহুবার রহমানের মৃত্যু হয়। তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নরসিংদী : নরসিংদীতে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সুমাইয়া আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।রোববার দুপুরে নরসিংদী পৌর এলাকার বিলাসদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আক্তার বিলাসদী মহল্লার প্রবাসী খোকন আহমেদের মেয়ে। সে শহরের ব্রাহ্মন্দী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলো। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. জহিরুল ইসলাম বলেন, প্রাইভেট পড়া শেষে রেললাইন সংলগ্ন বাসায় ফিরছিল ওই স্কুলছাত্রী। এ সময় রেললাইন পার হতে গেলে ঢাকা থেকে ভৈরবগামী তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় পড়ে যায় সে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নেয়। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
রংপুরের তারাগঞ্জে ড্রামট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী ছাগল ব্যবসায়ী নিহত হয়েছেন। অপরদিকে, নরসিংদীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
তারাগঞ্জ (রংপুর) : রংপুরের তারাগঞ্জে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মহুবার রহমান নামে এক মোটরসাইকেল আরোহী ছাগল ব্যবসায়ী নিহত হয়েছেন। জানা গেছে, রোববার রাত ১০টায় উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর নদীরপাড় গ্রামের মৃত জহির রহমানের ছেলে ছাগল ব্যবসায়ী মহুবার রহমান একটি মোটরসাইকেলের পেছনে বসে তারাগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঘনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে রংপুর-দিনাজপুর মহাসড়কে পেছন দিক থেকে একটি ড্রামট্রাক ধাক্কা দেয় তাদের মোটরসাইকলেটিকে। এতে মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে সড়কের ওপরে পড়ে গিয়ে, ওই ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মহুবার রহমানের মৃত্যু হয়। তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নরসিংদী : নরসিংদীতে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সুমাইয়া আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।রোববার দুপুরে নরসিংদী পৌর এলাকার বিলাসদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আক্তার বিলাসদী মহল্লার প্রবাসী খোকন আহমেদের মেয়ে। সে শহরের ব্রাহ্মন্দী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলো। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. জহিরুল ইসলাম বলেন, প্রাইভেট পড়া শেষে রেললাইন সংলগ্ন বাসায় ফিরছিল ওই স্কুলছাত্রী। এ সময় রেললাইন পার হতে গেলে ঢাকা থেকে ভৈরবগামী তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় পড়ে যায় সে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নেয়। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।