জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে আহত ৭

সোমবার, ২১ এপ্রিল ২০২৫
প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক সংঘর্ষের ঘটনায় নারীসহ কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। গত শনিবার বিকেলে এবং সন্ধ্যায় পৃথক এসব সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের সুবিদপুর গ্রামের আবদুল বশার, নুরুল হোসেন, আবুল কাশেম, আফিয়া বেগম ও মনর উদ্দিন এবং পাটলি ইউনিয়নের চকাছিমপুর গ্রামের আইয়ূব আলী ও গুলনাহার বেগম।

রাণীগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য আলাই মিয়া জানান, সুবিদপুর গ্রামের আবদুল বশর ও মনর উদ্দিনের লোকজনের মধ্যে গত ২ দিনে ২ দফা সংঘর্ষের ঘটনা ঘটে। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সুবিদপুর গ্রামের সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এছাড়া চকাছিমপুর গ্রামে পৃথক সংঘর্ষের ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

‘সারাদেশ’ : আরও খবর

» চাকরি স্থায়ী হচ্ছে না চট্টগ্রাম ওয়াসার কর্মচারীদের, কাফনের কাপড় পরে বিক্ষোভ

» পীরগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

» র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট

» ডেঙ্গু: আরও ৪১১ জন ভর্তি, মৃত্যু ৩

» পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

সম্প্রতি