জয়পুরহাট পৌরসভার লিজকৃত দোকান সমূহের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ব্যবসায়ীরা।রোববার সকালে জয়পুরহাট পৌরসভার অধীন ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে কমপ্লিট সাটডাউনের মাধ্যমে রেলগেইট এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করেন।
এ সময় বক্তব্য দেন জয়পুরহাট পৌরসভার নিয়ন্ত্রণাধীন সব মার্কেট ব্যবসায়ী সমিতির আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ বাবু, ওবাইদুর রহমান বাবু, উপদেষ্টা শাহজাহান আলী প্রমুখ। বক্তারা বলেন, তারা দীর্ঘদিন ধরে পৌরসভার অধীনে ব্যবসা প্রতষ্ঠানে ভাড়া দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। হঠাৎ করে পৌরসভার কর্তৃপক্ষ কয়েকগুণ ভাড়া বৃদ্ধির নোটিস দিয়েছেন। এই ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ীরা।
আন্তর্জাতিক: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ
অপরাধ ও দুর্নীতি: ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক তিন
সারাদেশ: সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি