image
চকরিয়া (কক্সবাজার) : আগুনে পুড়ছে বসতবাড়ি -সংবাদ

চকরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতবাড়ি ভস্মীভূত

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)

কক্সবাজারের চকরিয়া উপজেলা সদরে দিনে-দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে উপজেলা সদরের পৌরসভার ৮নং ওয়ার্ডের বায়তুশ শরফ সড়কের মিয়াজিপাড়া এলাকায় ঘটেছে এ অগ্নিকাণ্ডের ঘটনা। এতে তিনটি পরিবারের সম্পূর্ণ মালামালসহ বাড়ি পুড়ে গিয়ে অন্তত ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যরা।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুজিবুল হক মুজিব। তিনি বলেন, অগ্নিকাণ্ডে স্থানীয় মিয়াজিপাড়া এলাকার বাসিন্দা মৃত ফেরদৌস আহমদের ছেলে জামাল উদ্দিন, হেফাজ উদ্দিন ভুট্টো ও মৃত মোস্তাক আহমদের ছেলে বেলাল উদ্দিনের বসতবাড়ি সম্পূর্ণ মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে।

পরিবারগুলোর নারী-পুরুষ শিশু সদস্যরা বর্তমানে এক কাপড়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

এলাকাবাসী জানান, অগ্নিকাণ্ডের ঘটনার সুত্রপাতের মুহূর্তে স্থানীয় লোকজনের তৎপরতা ও ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নেওয়ার ফলে আশপাশের বেশকিছু বাড়িঘর অগ্নিকাণ্ডের কবল থেকে রক্ষা পেয়েছে।

তবে স্থানীয় লোকজন জানিয়েছেন, বায়তুশ শরফ সড়কটি সংকুচিত হবার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা পানিবাহী গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছতে দেরি করে। সে কারণে বাড়ি তিনটি নিমিষেই পুড়ে ছাই হয়ে যায়।

চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশনের ডিউটি অফিসার সামশুল ইসলাম বলেন, ঠিক কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে তাৎক্ষণিক কেউ নিশ্চিত করতে পারেননি।

তবে আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি, অগ্নিকাণ্ডের ঘটনা কোথা থেকে হয়েছে তা উদঘাটনের চেষ্টা চলছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি