২ জেলায় এসএসসি পরীক্ষার্থীসহ ২ ছাত্রীর আত্মহত্যা

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
সংবাদ জাতীয় ডেস্ক

পটুয়াখালীর আলীপুরে পরীক্ষা খাপার হওয়ায় গলায় ফাঁস দিয়ে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করছে। অপরদিকে, বাগেরহাটের শরণখোলায় মায়ের সাথে অভিমান করে চালের মধ্যে রাখা বিষ ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে এক মাদ্রাসাছাত্রী। এই বিষয়ে আমাদের প্রতিনিদিদের পাঠানো খবর

কুয়াকাটা (পটুয়াখালী) : পটুয়াখালীর আলীপুরে পরীক্ষা খাপার হওয়ায় গলায় ফাঁস দিয়ে রিমি (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করছে। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় আলীপুর অগ্রণী ব্যাংক সংলগ্ন একটি ভাড়াটিয়া বাসায় এই ঘটনা ঘটে। নিহত রিমি চাঁদপুরের বাসিন্দা আব্দুল খালেকর মেয়ে। সে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় মায়ের সাথে অভিমান করে ইয়ামনি (১২) নামে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে। নিহত ইয়ামনি উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের সৌদি প্রবাসী ইলিয়াস হাওলাদারের মেয়ে। সে রায়েন্দা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি নূরানী মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। জানা গেছে, গত মঙ্গলবার সকালে মায়ের মোবাইলফোন নিয়ে কথা কাটাকাটির পর অভিমান করে চালের মধ্যে রাখা বিষ ট্যাবলেট খেয়ে ফেলে ইয়ামনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, চিকিৎসাধীন অবস্থায় ইয়ামরি মৃত্যু হয়। শরণখোলা থানার ওসি মো. শহিদুল্লাহ জানান, এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে এবং কারো কোন অভিযোগ না থাকায় নিহত মাদ্রাসাছাত্রীর মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» রাণীশংকৈলে পুকুর থেকে তরুণীর মরদেহ উদ্ধার

» আত্রাইয়ে কবিরাজের সাপের কামড়ে যুবকের মৃত্যুর অভিযোগ

» খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যশোরে যুবকের মৃত্যু

» প্রেমের বিয়ে মেনে না নেয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা

» রংপুরে শৈত্যপ্রবাহ ৫ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি

» শরীয়তপুরে ছুরিকাঘাতের পর শরীরে আগুন, দগ্ধ খোকন দাসের মৃত্যু

সম্প্রতি