খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক খুন

নিজস্ব বার্তা পরিবেশক, খুলনা

খুলনার ফুলতলায় সুমন মোল্লা নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার বেলা দেড়টায় উপজেলার জামিরা বাজারসংলগ্ন পিপরাইল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সুমন মোল্লা উপজেলার পিপরাইল গ্রামের রকিব উদ্দিন মোল্লার ছেলে। ফুলতলা থানার ওসি মো. জেল্লাল হোসেন বলেন, নিহতের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। সেই মামলায় তিনি কিছুদিন কারাগারেও ছিলেন। কারা কী কারণে তাকে হত্যা করেছে, তা এখনও জানা যায়নি। হত্যার সঙ্গে জড়িতদেরকে শনাক্ত করে আটক করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে

‘সারাদেশ’ : আরও খবর

» ডিমলায় নারী নির্যাতনের অভিযোগ ঢাকতে অভিযুক্ত চিকিৎসকের রহস্যজনক বদলি

সম্প্রতি