মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ল ইউনিয়নে মুন্সীবাড়ি সংলগ্ন কাঠের পুলটি দিয়ে পারাপারে ভোগান্তির শিকার হচ্ছে কয়েকটি গ্রামের মানুষ। তারা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ওই ঝুঁকিপূর্ণ কাঠের পুল ব্যবহার করছে। ফলে দুর্ঘটনার শিকার হচ্ছেন। এলাকাবাসীর দাবি কাঠের পুলটি অপসারণ করে দ্রুত এখানে একটি ব্রিজ নির্মাণ করা হউক।
সরেজমিনে গিয়ে দেখা যায়, যাতায়াতের একমাত্র ভরসা হওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থী, শিশু-বৃদ্ধসহ ২/৩ হাজারের বেশি মানুষ প্রতিদিন ঝুঁকিপূর্ণ এ সেতু দিয়ে যাতায়াত করছে। এটি দিয়ে এখন কোনো রকমে হেঁটে পারাপার হওয়া গেলেও যানবাহন চলাচল অসম্ভব নয়। এতে চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ার পাশাপাশি উৎপাদিত কৃষিপণ্যসহ বিভিন্ন কাঁচামাল বাজারজাতকরণে ব্যাপক দুর্ভোগ পোহাচ্ছেন কৃষক ও ব্যবসায়ীরা। স্থানীয় বাসিন্দা মাসুদ মুন্সী বলেন, এই সড়কটি দিয়ে প্রতিদিন এই গ্রামের মানুষ ছাড়াও যাতায়াত করে বিভিন্ন গ্রামের মানুষ। এই বিষয়ে আড়িয়ল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.জামাল হোসেন বলেন, এইখানে ব্রিজ নির্মাণ এবং কাচা সড়কটি সংস্কার প্রয়োজন আমি এই বিষয়ে আলোচনা করবো।