পর্যটন নগরী শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে অত্যধিকভাবে চুরির ঘটনা বেড়েছে। ফলে সাধারণ মানুষ খুবই আতঙ্কের মাঝে আছে।
গত রোববার (২০ এপ্রিল) রাতে শ্রীমঙ্গল শহরের পূর্বাশা আবাসিক এলাকার সর্বজনীন দুর্গা বাড়ির সামনে সন্তোষ ষ্টোর এর দোকানের সাটার ভেঙ্গে প্রবেশ করে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস ও টাকা পয়সা সহ মালামাল নিয়ে গেছে বলে জানা গেছে। একই রাতে শ্রীমঙ্গলে উপজেলা শহরের শাহী ঈদগাহের সামনে ৩টি দোকানে চুরির ঘটনা ঘটেছে।
শাহী ঈদগাহ সংলগ্ন লোকমান ম্যানশনে গোপি রায়ের চায়ের দোকানের সাটার ভেঙে ভেতরে প্রবেশ করে দোকান থেকে নগদ টাকা, মোবাইল রিচার্জ কার্ড ও সিগারেট চুরি করে নিয়ে যায়। পাশের দোকান মা টেলিকম দোকান থেকে ১টি মাইক্রোটেক মেশিন, ১২ টি রাউটার ও মোবাইলের হেডফোন চুরি করে নিয়ে গেছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, রাত ২টা ৩৫ মিনিট থেকে ৩টা পর্যন্ত সময়ের মধ্যে এই চুরির ঘটনা ঘটে।
কয়েক মাস আগে শ্রীমঙ্গল শহরের পূর্বাশা আবাসিক এলাকার সাবেক চেয়ারম্যান রাসেন্দ্র দত্ত চৌধুরীর বাসভবনে দরজা ভেঙ্গে প্রবেশ করে বাথরুমের বেসিন ও বিভিন্ন ধরনের যন্ত্রপাতিসহ পানি তোলার মটর মেশিন খুলে নিয়ে যায়।
চুরির ফলে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তারা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
নগর-মহানগর: রাজধানীতে বাসে চড়তে হলে কাটতে হবে ই-টিকেট
নগর-মহানগর: সাভারে ৬ হত্যাকাণ্ডের নেপথ্যে ভবঘুরে সম্রাট