বাগেরহাটে রাস্তা থেকে ইজিবাইকসহ চালককে তুলে নিয়ে রাতভর মারধর করে তার ইজিবাইক এবং মোবাইলফোন কেড়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। গত বুধবার সকালে আহত অবস্থায় ইজিবাইক চালক ইউসুফ আলী আকনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। এ ঘটনায় বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া পশ্চিমভাগ গ্রামের হোসেন মল্লিক, সোহেল আলী ও তাজের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২-৩ জনের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. মাহমুদ উল হাসান বলেন, এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপুর্বক এই ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নগর-মহানগর: উত্তরায় ভবনে আগুন, ৩ জন নিহত
অপরাধ ও দুর্নীতি: জাতীয় পরিচয়পত্র নিয়ে জালিয়াতি, তথ্য বিক্রি করে মাসে কোটি টাকার বেশি আয়
অপরাধ ও দুর্নীতি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে কলেজছাত্রীকে গণধর্ষণ, ৩ জন গ্রেপ্তার