দিনাজপুরের বিরামপুরে সেনাবাহিনীর ভূয়া পরিচয় পত্র ও ওয়াকিটকি ব্যবহার করে রাস্তায় পথচারীদের ছিনতাই করার সময় আব্দুল কাদের রোমান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় পৌর শহরের কাটলা-বিরামপুর আঞ্চলিক সড়কের মাহমুদপুর শান্তিমোড়ের শফিকুল ইসলামের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর একটি ভূয়া পরিচয়পত্র, ওয়াকিটকি এবং মোবাইলফোন উদ্ধার করা হয়। গত বুধবার দুপুর ২টায় দিনাজপুর জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া সেল প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছে। আটককৃত আব্দুল কাদের রোমান উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ারমামুদপুর এলাকার রফিতুল্লাহ মন্ডলের ছেলে। তিনি একসময় আনসার বাহিনীতে কর্মরত ছিলেন। বিরামপুর থানার ওসি মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
দিনাজপুরের বিরামপুরে সেনাবাহিনীর ভূয়া পরিচয় পত্র ও ওয়াকিটকি ব্যবহার করে রাস্তায় পথচারীদের ছিনতাই করার সময় আব্দুল কাদের রোমান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় পৌর শহরের কাটলা-বিরামপুর আঞ্চলিক সড়কের মাহমুদপুর শান্তিমোড়ের শফিকুল ইসলামের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর একটি ভূয়া পরিচয়পত্র, ওয়াকিটকি এবং মোবাইলফোন উদ্ধার করা হয়। গত বুধবার দুপুর ২টায় দিনাজপুর জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া সেল প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছে। আটককৃত আব্দুল কাদের রোমান উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ারমামুদপুর এলাকার রফিতুল্লাহ মন্ডলের ছেলে। তিনি একসময় আনসার বাহিনীতে কর্মরত ছিলেন। বিরামপুর থানার ওসি মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।