কক্সবাজারে রামু উপজেলার খুনিয়া পালং এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে আব্দুছ ছফুর নামে এক ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে হিমছড়ি পুলিশ ফাঁড়ির একটি টহলদল। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় হিমছড়ি পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) আলাউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ সিএনজিযোগে ডিউটি করার সময় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের খুনিয়াপালং সাকিনের শফি আলম মেম্বারের রাস্তার মাথায় টহলরত ডিউটি সিএনজি গাড়ির সামনে এলে, একদল ডাকাত প্রতিবন্ধকতা (ব্যারিকেড) সৃষ্টি করে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় তৎক্ষানিক অভিযান চালিয়ে ডাকাত আব্দুছ ছফুরকে অস্ত্রসহ আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১টি কিরিচ, ২টি ধারালো দা, ৫টি লোহার রড, ১টি চাইনিজ টিপ ছুরি এবং ২টি লাঠি জব্দ করা হয়।
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
কক্সবাজারে রামু উপজেলার খুনিয়া পালং এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে আব্দুছ ছফুর নামে এক ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে হিমছড়ি পুলিশ ফাঁড়ির একটি টহলদল। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় হিমছড়ি পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) আলাউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ সিএনজিযোগে ডিউটি করার সময় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের খুনিয়াপালং সাকিনের শফি আলম মেম্বারের রাস্তার মাথায় টহলরত ডিউটি সিএনজি গাড়ির সামনে এলে, একদল ডাকাত প্রতিবন্ধকতা (ব্যারিকেড) সৃষ্টি করে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় তৎক্ষানিক অভিযান চালিয়ে ডাকাত আব্দুছ ছফুরকে অস্ত্রসহ আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১টি কিরিচ, ২টি ধারালো দা, ৫টি লোহার রড, ১টি চাইনিজ টিপ ছুরি এবং ২টি লাঠি জব্দ করা হয়।