দিনাজপুরের চিরিরবন্দর গাছের পাতা পাড়তে গিয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিখিল চন্দ্র নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলার অমরপুর ইউনিয়নের কুতুবডাঙ্গা বাজারের উত্তর পাশে এই ঘটনা ঘটে। নিহত নিখিল চন্দ্র অমরপুর ইউনিয়নে দুর্গাপুর ডাক্তার পাড়া গ্রামের মৃত হরিমহনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, গত বুধবার দুপুরে গাছের পাতা পাড়তে যান নিখিল চন্দ্র। ওই গাছের ওপর দিয়ে পল্লীবিদ্যুতের একটি তার ছিল। পাতা পাড়ার একপর্যায়ে ওই তারে জাড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থেলেই মারা যান নিখিল চন্দ্র।