পাবনার ঈশ্বরদীতে জিএমডির আওতাধীন ২৩০ কেভি গ্রিড উপ-কেন্দ্রের বিশ্রামাগার থেকে শামীম হোসেন নামে এক উপ-সহকারী প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার সকালে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের জয়নগর শাখার বিশ্রামাগারের দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শামীম হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শৈলগাড়ী এলাকার মসলেম উদ্দীনের ছেলে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তেরর জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তেরর প্রতিবেদন হাতে এলে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে এই ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
পাবনার ঈশ্বরদীতে জিএমডির আওতাধীন ২৩০ কেভি গ্রিড উপ-কেন্দ্রের বিশ্রামাগার থেকে শামীম হোসেন নামে এক উপ-সহকারী প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার সকালে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের জয়নগর শাখার বিশ্রামাগারের দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শামীম হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শৈলগাড়ী এলাকার মসলেম উদ্দীনের ছেলে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তেরর জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তেরর প্রতিবেদন হাতে এলে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে এই ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।