কবর থেকে গৃহকর্মীর মরদেহ উত্তোলন

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
প্রতিনিধি, চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী)

নোয়াখালীর চাটখিলে বেওয়ারিশ হিসেবে গোপনে দাফন করার ১৫ দিন পর কবর থেকে মারজিনা আক্তার (১৬) নামে এক গৃহকর্মীর মরদেহ উত্তোলন করা হয়েছে। গত বুধবার সকালে নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম জাহিদা আক্তার মৌসুমী ও মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম জাহিদা আক্তার মৌসুমী ও মো. শাহাদত হোসেনের উপস্থিতিতে চাটখিল উপজেলার

রামনারায়ণপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর রামনারায়ণপুর গ্রামের মাইজের বাড়ির কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। এ সময় নিহতের পরিবারের সদস্যরা ছাড়াও ঢাকার খিলগাঁও এবং স্থানীয় চাটখিল থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মৃত মারজিনা আক্তার মাইজের বাড়ির মাহাবুবুল হক চৌধুরী বাবরের ঢাকার বাসায় গৃহ পরিচারিকা হিসেবে কাজ করতেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি