চট্রগ্রামের সন্দ্বীপ থানা এলাকায় নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পিস্তলসহ ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করছে। গত বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এই তথ্য জানিছেন।
আইএসপিআর কর্তৃপক্ষ জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার গভীর রাতে সন্দ্বীপ উপজেলাস্থ আজিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এই অভিযান চালানো শুরু হয়। অভিযানে উক্ত এলাকার চিহ্নিত সন্ত্রাসী মামুনের বাড়িতে তল্লাশি করে মাদক এবং তার বাড়ির পিছনের খাল থেকে পিস্তল, চাইনিজ কুড়াল, চাপাতিসহ ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সন্দ্বীপের সন্ত্রাসী মামুনের বিরুদ্ধে জোর পূর্বক অন্যের জমি দখল, মারামারি, অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে আইএসপির কর্তৃপক্ষ জানিয়েছেন। অভিযানে জব্দকৃত অস্ত্র সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সন্দ্বীপসহ নৌবাহিনীর দায়িত্ব প্রাপ্ত এলাকা সমূহে নিয়মিত এ অভিযান চলমান রয়েছে।
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
চট্রগ্রামের সন্দ্বীপ থানা এলাকায় নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পিস্তলসহ ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করছে। গত বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এই তথ্য জানিছেন।
আইএসপিআর কর্তৃপক্ষ জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার গভীর রাতে সন্দ্বীপ উপজেলাস্থ আজিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এই অভিযান চালানো শুরু হয়। অভিযানে উক্ত এলাকার চিহ্নিত সন্ত্রাসী মামুনের বাড়িতে তল্লাশি করে মাদক এবং তার বাড়ির পিছনের খাল থেকে পিস্তল, চাইনিজ কুড়াল, চাপাতিসহ ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সন্দ্বীপের সন্ত্রাসী মামুনের বিরুদ্ধে জোর পূর্বক অন্যের জমি দখল, মারামারি, অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে আইএসপির কর্তৃপক্ষ জানিয়েছেন। অভিযানে জব্দকৃত অস্ত্র সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সন্দ্বীপসহ নৌবাহিনীর দায়িত্ব প্রাপ্ত এলাকা সমূহে নিয়মিত এ অভিযান চলমান রয়েছে।