ফুলবাড়ীতে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
প্রতিনিধি, ফুলবাড়ী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম ফাতেমা আক্তার (১১)। সে ওই গ্রামের নুর হোসেন-তুলি বেগম দম্পতির একমাত্র কন্যা এবং বালারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, নুর হোসেন চাকরির সুবাদে ঢাকায় থাকেন। ১১ বছরের ফাতেমা এবং সাত বছরের একটি ছেলে সন্তানসহ বাড়িতে থাকেন তুলি বেগম। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে এক প্রতিবেশীর পুকুরে মাছ কুড়াতে যান তুলি বেগম। মাছ নিয়ে এসে বাড়িতে রেখে আবারও ছাগলের জন্য পাতা আনতে বাইরে যান। পাতা নিয়ে বাড়িতে এসে ফাতেমাকে ডাক দিলে মেয়ের কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখতে পান আঁড়ার সঙ্গে মেয়ের নিথর দেহ ঝুলতে। পরে তুলি বেগমের আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ নিচে নামায়।

খবর পেয়ে কুড়িগ্রামের সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মোজাম্মেল হক ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে যান। পরে সন্ধ্যা ৭টায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর জন্য ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি