ফরিদপুর : বোয়ালমারীর বিষ্ণুপুর গ্রামের রাস্তা উদ্বোধন -সংবাদ
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের বিষ্ণুপুর (স্থানীয়ভাবে বেষ্টপুর নামেও পরিচিত) গ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে বাস্তবে পরিণত হয়েছে। প্রায় দুইশত বছর ধরে রাস্তাবিহীন দুর্ভোগ পোহানো এই গ্রামের মানুষ এবার পেয়েছে একটি মাটির রাস্তা। এতেই তাদের বাধভাঙা খুশি।গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রামের অভ্যন্তরে নির্মিত এই নতুন রাস্তা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রুপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সোনা। আরও জড়ো হন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, গণ্যমান্য ব্যক্তি এবং উৎসাহী গ্রামবাসী।
অনুষ্ঠান শেষে গ্রামবাসী আনন্দ-উৎসবে মেতে ওঠে। অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। এলাকার বাসিন্দারা জানান, আগে বর্ষাকালে গ্রামের মানুষ নৌকা দিয়ে চলাচল করতেন। জরুরি সময়েও রোগী বহনে কিংবা স্কুলে যাওয়া শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হতো। নতুন এই রাস্তা গ্রামবাসীর জন্য যেন নতুন এক দিগন্ত উন্মোচন করেছে।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ইউএনও তানভীর হাসান চৌধুরী বলেন, ‘এই রাস্তা শুধু মাটি দিয়ে নির্মাণ নয়, এটি একটি ইতিহাসের অংশ। দুইশত বছর ধরে যোগাযোগের জন্য যে কষ্ট মানুষ করেছে, আজ সেই কষ্টের অবসান ঘটল। এ সড়ক গ্রামের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
চেয়ারম্যান মিজানুর রহমান জানান, ‘এই রাস্তাটি ছিল গ্রামের মানুষের প্রাণের দাবি। নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজ আমরা সেই প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছি। এটা আমার জন্য গর্বের।’ প্রায় পৌনে দুই কিলোমিটার দীর্ঘ এই কাঁচা রাস্তার নির্মাণকাজ শেষ হয় চলতি মাসের মাঝামাঝি সময়ে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রনালয় আওতাধীন গ্রামীন অবকাঠামো নির্মাণ প্রকল্পে (কাবিখা) সরকারি অর্থায়নে রাস্তার নির্মাণকাজ বাস্তবায়ন করা হয়েছে।
ফরিদপুর : বোয়ালমারীর বিষ্ণুপুর গ্রামের রাস্তা উদ্বোধন -সংবাদ
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের বিষ্ণুপুর (স্থানীয়ভাবে বেষ্টপুর নামেও পরিচিত) গ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে বাস্তবে পরিণত হয়েছে। প্রায় দুইশত বছর ধরে রাস্তাবিহীন দুর্ভোগ পোহানো এই গ্রামের মানুষ এবার পেয়েছে একটি মাটির রাস্তা। এতেই তাদের বাধভাঙা খুশি।গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রামের অভ্যন্তরে নির্মিত এই নতুন রাস্তা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রুপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সোনা। আরও জড়ো হন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, গণ্যমান্য ব্যক্তি এবং উৎসাহী গ্রামবাসী।
অনুষ্ঠান শেষে গ্রামবাসী আনন্দ-উৎসবে মেতে ওঠে। অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। এলাকার বাসিন্দারা জানান, আগে বর্ষাকালে গ্রামের মানুষ নৌকা দিয়ে চলাচল করতেন। জরুরি সময়েও রোগী বহনে কিংবা স্কুলে যাওয়া শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হতো। নতুন এই রাস্তা গ্রামবাসীর জন্য যেন নতুন এক দিগন্ত উন্মোচন করেছে।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ইউএনও তানভীর হাসান চৌধুরী বলেন, ‘এই রাস্তা শুধু মাটি দিয়ে নির্মাণ নয়, এটি একটি ইতিহাসের অংশ। দুইশত বছর ধরে যোগাযোগের জন্য যে কষ্ট মানুষ করেছে, আজ সেই কষ্টের অবসান ঘটল। এ সড়ক গ্রামের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
চেয়ারম্যান মিজানুর রহমান জানান, ‘এই রাস্তাটি ছিল গ্রামের মানুষের প্রাণের দাবি। নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজ আমরা সেই প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছি। এটা আমার জন্য গর্বের।’ প্রায় পৌনে দুই কিলোমিটার দীর্ঘ এই কাঁচা রাস্তার নির্মাণকাজ শেষ হয় চলতি মাসের মাঝামাঝি সময়ে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রনালয় আওতাধীন গ্রামীন অবকাঠামো নির্মাণ প্রকল্পে (কাবিখা) সরকারি অর্থায়নে রাস্তার নির্মাণকাজ বাস্তবায়ন করা হয়েছে।