১০ বছর বয়সি শিশু নাহিদকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে নিজেকে বিদ্যুতের মুখে যমদূতের কাছে সপে দিলেন বৃদ্ধ আব্দুল জলিল। ঘটনাটি ঘটেছে আব্দুল জলিলের বোরাক চার্জ দেয়ার গ্যারেজে। নিহত আব্দুল জলিল ও শিকুটি একই বাড়িতে বসবাস করত। সম্পর্কে তারা প্রতিবেশী।
গতকাল বৃহস্পতিবার চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত জলিল ছিলেন পেশায় রিকশাচালক। চর মানিকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মৃত সেকান্দার হাওলাদারের ছেলে। আহত শিশু নাহিদ ওই এলাকার মো. হারুনের ছেলে।
এ বিষয়ে দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
স্বজন ও স্থানীয়রা জানান, দুপুরে অটোবোরক চার্জ দেয়ার গ্যারেজে খেলাধুলা করছেন শিশু নাহিদ। এ সময় চার্জ দেয়া বিদ্যুৎ সংযোগ লাইন থেকে বিদ্যুতায়িত হয়ে পড়েন শিশুটি।
এ সময় বিদ্যুতের স্পর্শ থেকে শিশুটিকে রক্ষা করতে গেলে অটোচালক বৃদ্ধ আব্দুল জলিল নিজেকে ও জড়িয়ে পেলেন বিদ্যুতের মায়া জালে। তিনি বিদ্যুৎ স্পর্শ হলে গুরত্বও আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে দক্ষিণ আইচা গণস্বাস্থ্য হাসপাতালে আনলে চিকিৎসক আব্দল জলিলকে মৃত ঘোষণা করেন। অন্য আহত শিশু নাহিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সারাদেশ: খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ
বিজ্ঞান ও প্রযুক্তি: ‘সিইও অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করলো বাংলালিংকের প্রধান নির্বাহী