পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণের মামলা

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

এক গৃহবধুকে ধর্ষণ ও তার ভিডিও করার অভিযোগে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে এসআই রাজিব হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতের বিচারক মুহাম্মদ রকিবুল ইসলাম অভিযোগটি তদন্ত করার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত এসআই রাজিব হোসেন ঝালকাঠি উপজেলার কান্ডারগাতি এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার যাত্রবাড়ি থানায় কর্মরত রয়েছেন।

জানা যায়, এসআই রাজিব হোসেন ভোলার বোরহানউদ্দিন থানায় চাকুরিরত অবস্থায় দুই সন্তানের মা এক গৃহবধুর সাথে পরিচয় হয়। তখন গৃহবধুর স্বামী প্রবাসী ছিলেন। ক্রমশ তাদেও মধ্যে ঘনিষ্টতা হয়। এসআই রাজিব হোসেন ২০২৪ সালের ২২ এপ্রিল ওই নারীকে বরিশাল নিয়ে এসে আবাসিক হোটেল ওঠে এবং ধর্ষণ করে ভিডিও ধারন করে। আর ওই ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ভোলার বাসায় নিয়েও ধর্ষণ করেন। ধর্ষিতা নারী ঘটনাটি ভোলার পুলিশ সুপারকে জানান এবং তার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও অভিযোগ করায় তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। ভোলার পুলিশ সুপারের নির্দেশে ধর্ষিতা নারী ঘটনাস্থল বরিশালে হওয়ায় বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেছেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি