অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় চুয়াডাঙ্গার জীবননগর থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। গত বুধবার রাত সাড়ে ১১টায় জীবননগর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারি পরিচালক সাইফুল ইসলাম। আটককৃতরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার কালিনগর থানার তিলকচন্দ্রপুর গ্রামের হরলাল দাসের মেয়ে পুতুল দাস এবং তার ছেলে তাকের দাস।
মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারি পরিচালক সাইফুল ইসলাম জানান, আটককৃত ভারতীয় দুই নাগরিককে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।