দোয়ারাবাজার (সুনামগঞ্জ) : আহমদনগর-ইদনপুর সড়কের সংস্কারকাজে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করা হয় -সংবাদ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আহমদনগর-ইদনপুর রাস্তার কাজে বাধা দেয়ার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার দুপুরে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আহমদনগরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের বরাদ্দে আহমদনগর-ইদনপুর সাহেব আলীর বাড়ি পর্যন্ত মাটির কাজ করতে গেলে জনস্বার্থ বিরোধী একটি কুচক্রী মহল বাধা দেয়। অথচ এই রাস্তা দিয়ে কয়েকট গ্রামের বাসিন্দাসহ স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিনিয়ত যাতায়াত করে। এখানকার ১ ও ৩ নম্বর ওয়ার্ডবাসীর যাতায়াত সুবিধার্থে চলতি অর্ত বছর মাটি কাটার কাজে ১ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ হয়। সম্প্রতি ওই রাস্তায় মাটির কাজ করতে এলে আশ্রবনগর গ্রামের মৃত করম আলীর পুত্র ফরতাজ আলী ও ফরমান আলী রাস্তার কাজে বাধা দেন। প্রতিকার চেয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন একটি তদন্ত টিম সরজমিন গেলে এলাকাবাসী রাস্তার কাজে বাধা দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ করেন এবং দ্রুত রাস্তা সংস্কার করার দাবিতে তাৎক্ষণিকভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে সর্বস্তরের এলাকাবাসী এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ইদনপুর গ্রামের আয়ুব আলী এবং আকবর আলী বলেন, এই রাস্তা আমাদের কয়েটি গ্রামের একমাত্র রাস্তা। এই রাস্তা ব্যতিত আমাদের আর কোন বিকল্প রাস্তা নেই। এলাকাবাসীকে উপেক্ষা করে রাস্তার কাজে যারা বাধা দিচ্ছে তাদের কোন জমিজমা নেই। অহেতুক তারা এলাকাবাসীর ক্ষতি করতে চাচ্ছে। মিতালী পাবলিক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তাছকিয়া বেগম, জুমেনা আক্তার, তানিম আহমদ, নাদিয়া আক্তার বলেন, বর্ষাকালে আমরা স্কুলে যেতে পারি না। রাস্তায় চরম ভোগান্তি পোহাতে হতে হয়। এই রাস্তা না হলে আমরা স্কুলে যেতে পারবো না। আমরা রাস্তা চাই। ইদনপুর গ্রামের নানু মিয়া বলেন, জেলা শহরে য়াওয়ার একমাত্র রাস্তা এটি। এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে।
একটি কুচক্রী মহল রাস্তা সংষ্কার কাজ করতে অহেতুক বাধাবিঘœ ঘটাচ্ছে। দ্রুত রাস্তা সংষ্কার কাজ শুরু করার দাবি জানাই।
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) : আহমদনগর-ইদনপুর সড়কের সংস্কারকাজে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করা হয় -সংবাদ
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আহমদনগর-ইদনপুর রাস্তার কাজে বাধা দেয়ার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার দুপুরে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আহমদনগরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের বরাদ্দে আহমদনগর-ইদনপুর সাহেব আলীর বাড়ি পর্যন্ত মাটির কাজ করতে গেলে জনস্বার্থ বিরোধী একটি কুচক্রী মহল বাধা দেয়। অথচ এই রাস্তা দিয়ে কয়েকট গ্রামের বাসিন্দাসহ স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিনিয়ত যাতায়াত করে। এখানকার ১ ও ৩ নম্বর ওয়ার্ডবাসীর যাতায়াত সুবিধার্থে চলতি অর্ত বছর মাটি কাটার কাজে ১ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ হয়। সম্প্রতি ওই রাস্তায় মাটির কাজ করতে এলে আশ্রবনগর গ্রামের মৃত করম আলীর পুত্র ফরতাজ আলী ও ফরমান আলী রাস্তার কাজে বাধা দেন। প্রতিকার চেয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন একটি তদন্ত টিম সরজমিন গেলে এলাকাবাসী রাস্তার কাজে বাধা দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ করেন এবং দ্রুত রাস্তা সংস্কার করার দাবিতে তাৎক্ষণিকভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে সর্বস্তরের এলাকাবাসী এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ইদনপুর গ্রামের আয়ুব আলী এবং আকবর আলী বলেন, এই রাস্তা আমাদের কয়েটি গ্রামের একমাত্র রাস্তা। এই রাস্তা ব্যতিত আমাদের আর কোন বিকল্প রাস্তা নেই। এলাকাবাসীকে উপেক্ষা করে রাস্তার কাজে যারা বাধা দিচ্ছে তাদের কোন জমিজমা নেই। অহেতুক তারা এলাকাবাসীর ক্ষতি করতে চাচ্ছে। মিতালী পাবলিক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তাছকিয়া বেগম, জুমেনা আক্তার, তানিম আহমদ, নাদিয়া আক্তার বলেন, বর্ষাকালে আমরা স্কুলে যেতে পারি না। রাস্তায় চরম ভোগান্তি পোহাতে হতে হয়। এই রাস্তা না হলে আমরা স্কুলে যেতে পারবো না। আমরা রাস্তা চাই। ইদনপুর গ্রামের নানু মিয়া বলেন, জেলা শহরে য়াওয়ার একমাত্র রাস্তা এটি। এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে।
একটি কুচক্রী মহল রাস্তা সংষ্কার কাজ করতে অহেতুক বাধাবিঘœ ঘটাচ্ছে। দ্রুত রাস্তা সংষ্কার কাজ শুরু করার দাবি জানাই।