বরগুনার বেতাগীতে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেয়ার কথা বলে এক তরুণের কাছ থেকে ৭ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে মো. মশিউর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বেতাগী থানা পুলিশ। তিনি বেতাগী উপজেলা যুবদলের সাবেক আহবায়ক। এদিকে অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বুধবার দুপুরে বেতাগী থানা পুলিশ মশিউরকে ডেকে নেয় নিয়ে জিজ্ঞাসা করে। বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেয়েই গত বুধবার রাতে মশিউরকে গ্রেপ্তার দেখিয়ে বরগুনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো আর্থিক লেনদেন হয় না। সাধারণ মানুষ সচেতন হলে প্রতারকরা প্রতারণা করার সুযোগ পাবে না। পুলিশে চাকরি দেয়ার নাম করে এক তরুণের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে মশিউর নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। আগেই আটক থাকা ওই ব্যক্তিকে ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়েছে।
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
বরগুনার বেতাগীতে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেয়ার কথা বলে এক তরুণের কাছ থেকে ৭ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে মো. মশিউর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বেতাগী থানা পুলিশ। তিনি বেতাগী উপজেলা যুবদলের সাবেক আহবায়ক। এদিকে অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বুধবার দুপুরে বেতাগী থানা পুলিশ মশিউরকে ডেকে নেয় নিয়ে জিজ্ঞাসা করে। বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেয়েই গত বুধবার রাতে মশিউরকে গ্রেপ্তার দেখিয়ে বরগুনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো আর্থিক লেনদেন হয় না। সাধারণ মানুষ সচেতন হলে প্রতারকরা প্রতারণা করার সুযোগ পাবে না। পুলিশে চাকরি দেয়ার নাম করে এক তরুণের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে মশিউর নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। আগেই আটক থাকা ওই ব্যক্তিকে ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়েছে।