গাজীপুরের শ্রীপুরে পৃথক স্থান থেকে এক নারীসহ তিন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে, নারায়নগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর এক এসএসসি পরীক্ষার্থীর, চাঁদপুরে পুকুর থেকে এক যুবকের এবং কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙ্গিনা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে পৃথক স্থান থেকে এক নারীসহ তিন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গাছে ঝুলন্ত অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করা হলেও নারী স্বামীর হাতে খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন সময় ওই লাশগুলো উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের নিশ্চিন্তপুরের একটি বনের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় মৃদুল সরকার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই গ্রামের সন্তোষ সরকারের ছেলে। এদিকে, পৌরশহরের চন্নাপাড়া গ্রাম থেকে মনির হোসেন গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই গ্রামে ভাড়ায় থাকতেন। তার গ্রামের বাড়ী পাশে গফরগাঁও উপজেলার পুকুরিয়া গ্রামে। তিনি ওই গ্রামের রিপন মিার ছেলে। অপরদিকে, উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়া পাড়া এলাকায় নাদিরা আক্তার নামে এক নারী স্বমীর হাতে খুন হয়েছেন। স্ত্রীকে খুন করার পর শ্বশুবাড়িতে শ্বশুরের কাছে ফোন দিয়ে স্ত্রীকে খুনের কথা জানান ঘাতক স্বামী। এলাকার মানুষ টের পেয়ে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে। তবে ঘাতক স্বামী পালিয়ে গেছেন। ঘাতক স্বামীর নাম আমিনুল ইসলাম। তিনি স্ত্রী সন্তান নিয়ে কপাটিয়া পড়া গ্রামের আবু হানিফের বাড়িতে ভাড়ায় থাকতেন। পাশের একটি পোশাক কারখানয় আমিনুল চাকরি করতেন। নিহত নাদিরা আক্তারের বাড়ি ময়মসিংহের ঈশ্বরগঞ্জের মাইজহাটি গ্রামে। শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন ম-ল বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহগুলো গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এসব ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়নগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর মো. জয় (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার চনপাড়া এলাকায় শীতলক্ষা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার দুপুরে এসএসসি পরীক্ষা শেষে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে নিখোজঁ হয় জয়। নিহত জয় রূপগঞ্জ উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ৬নং ওয়ার্ডের মারুফের ছেলে।
চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার ১২নং চন্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের একটি পুকুর থেকে নাইমুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাইমুল ইসলাম চান্দ্রা চেয়ারম্যান সড়ক এলাকার ছিদ্দিক পাটওয়ারীর ছেলে। তিনি রং মিস্ত্রীর কাজ করতেন এবং একজন মৃগী রোগী ছিলেন বলে স্থানীয়রা জানান। চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত জানান, গতকাল বৃহস্পতিবার সকালে খবর পেয়ে মদনা গ্রামের একটি পুকুর থেকে নাইমুলের মরদেহ উদ্ধার করার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। তদন্ত শেষে এই ব্যাপারে থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
চান্দিনা (কুমিল্লা) : কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আঙ্গিনা থেকে এক নবজাতকের রক্তমাখা উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে হাসপাতালের প্রহরী মজিবুর রহমান হাসপাতালের দেয়াল ও গ্রীল ঘেঁষে ওই সদ্যজাত শিশুকে পড়ে থাকতে দেখে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। ধারণা করা হচ্ছে, হাসপাতালে কর্মরত কোন নার্স বা সংশ্লিষ্ট কেউ গর্ভপাত করে নবজাতককে বারান্দার গ্রীল দিয়ে ফেলে দেন। চান্দিনা থানার ওসি মো. জাবেদ উল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। গর্ভপাত করা শিশুটির বয়স পূর্ণ না হওয়ায় আমরা মরদেহ থানায় আনিনি। তবে এই ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
গাজীপুরের শ্রীপুরে পৃথক স্থান থেকে এক নারীসহ তিন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে, নারায়নগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর এক এসএসসি পরীক্ষার্থীর, চাঁদপুরে পুকুর থেকে এক যুবকের এবং কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙ্গিনা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে পৃথক স্থান থেকে এক নারীসহ তিন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গাছে ঝুলন্ত অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করা হলেও নারী স্বামীর হাতে খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন সময় ওই লাশগুলো উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের নিশ্চিন্তপুরের একটি বনের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় মৃদুল সরকার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই গ্রামের সন্তোষ সরকারের ছেলে। এদিকে, পৌরশহরের চন্নাপাড়া গ্রাম থেকে মনির হোসেন গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই গ্রামে ভাড়ায় থাকতেন। তার গ্রামের বাড়ী পাশে গফরগাঁও উপজেলার পুকুরিয়া গ্রামে। তিনি ওই গ্রামের রিপন মিার ছেলে। অপরদিকে, উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়া পাড়া এলাকায় নাদিরা আক্তার নামে এক নারী স্বমীর হাতে খুন হয়েছেন। স্ত্রীকে খুন করার পর শ্বশুবাড়িতে শ্বশুরের কাছে ফোন দিয়ে স্ত্রীকে খুনের কথা জানান ঘাতক স্বামী। এলাকার মানুষ টের পেয়ে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে। তবে ঘাতক স্বামী পালিয়ে গেছেন। ঘাতক স্বামীর নাম আমিনুল ইসলাম। তিনি স্ত্রী সন্তান নিয়ে কপাটিয়া পড়া গ্রামের আবু হানিফের বাড়িতে ভাড়ায় থাকতেন। পাশের একটি পোশাক কারখানয় আমিনুল চাকরি করতেন। নিহত নাদিরা আক্তারের বাড়ি ময়মসিংহের ঈশ্বরগঞ্জের মাইজহাটি গ্রামে। শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন ম-ল বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহগুলো গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এসব ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়নগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর মো. জয় (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার চনপাড়া এলাকায় শীতলক্ষা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার দুপুরে এসএসসি পরীক্ষা শেষে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে নিখোজঁ হয় জয়। নিহত জয় রূপগঞ্জ উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ৬নং ওয়ার্ডের মারুফের ছেলে।
চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার ১২নং চন্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের একটি পুকুর থেকে নাইমুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাইমুল ইসলাম চান্দ্রা চেয়ারম্যান সড়ক এলাকার ছিদ্দিক পাটওয়ারীর ছেলে। তিনি রং মিস্ত্রীর কাজ করতেন এবং একজন মৃগী রোগী ছিলেন বলে স্থানীয়রা জানান। চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত জানান, গতকাল বৃহস্পতিবার সকালে খবর পেয়ে মদনা গ্রামের একটি পুকুর থেকে নাইমুলের মরদেহ উদ্ধার করার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। তদন্ত শেষে এই ব্যাপারে থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
চান্দিনা (কুমিল্লা) : কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আঙ্গিনা থেকে এক নবজাতকের রক্তমাখা উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে হাসপাতালের প্রহরী মজিবুর রহমান হাসপাতালের দেয়াল ও গ্রীল ঘেঁষে ওই সদ্যজাত শিশুকে পড়ে থাকতে দেখে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। ধারণা করা হচ্ছে, হাসপাতালে কর্মরত কোন নার্স বা সংশ্লিষ্ট কেউ গর্ভপাত করে নবজাতককে বারান্দার গ্রীল দিয়ে ফেলে দেন। চান্দিনা থানার ওসি মো. জাবেদ উল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। গর্ভপাত করা শিশুটির বয়স পূর্ণ না হওয়ায় আমরা মরদেহ থানায় আনিনি। তবে এই ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।