সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের প্যাকপাড়া ও কলোনি সীমান্ত এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে আনা ১১টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।
গত রোববার ভোরে বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) দোয়ারাবাজার উপজেলার প্যাকপাড়া বিওপির সদস্যরা সীমান্ত থেকে ৪টি ও বাঁশতলা বিওপির সদস্যরা কলোনী সীমান্ত থেকে ৭টি গরুসহ ১১টি ভারতীয় গরু আটক করে।
প্রেস ব্রিফিংয়ে বিজিবি জানিয়েছে, আটককৃত ১১টি গরুর আনুমানিক মূল্য ৯ লাখ ১০ হাজার টাকা। ভারত থেকে অবৈধভাবে আনা গরু আটক করা সম্ভব হলেও চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১টি ভারতীয় গরু আটক করা হয়। আটককৃত গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে গরু চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত আছে।
অর্থ-বাণিজ্য: রিজার্ভ ফের ৩২ বিলিয়ন ডলার ছাড়ালো
অর্থ-বাণিজ্য: স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা
অপরাধ ও দুর্নীতি: সাবেক মন্ত্রী গাজীসহ ৮জনের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা