রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উখিয়ারঘোনা বড়ুয়া পাড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নয়ন বড়ুয়া (২৬)। তিনি ওই এলাকার মিথুন বড়ুয়ার ছেলে। গতকাল শনিবার রাত সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ারঘোনা জ্যৌতিবন বুদ্ধ বিহারের সাধারণ সম্পাদক ইমন বড়ুয়া।
নয়ন বড়ুয়ার পরিবারের সদস্যরা জানান, রাত ৩টা পর্যন্ত তিনি জেগে ছিলেন। এ সময় বাড়িতে শুধু তার ছোট বোন উপস্থিত ছিলেন, অন্য সদস্যরা বাইরে ছিলেন। ভোরে নয়ন বড়ুয়াকে নিজ কক্ষে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়। খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সারাদেশ: দশমিনায় আমন ধানের নমুনা শস্য কর্তন