রাজবাড়ীর গোয়ালন্দে রীপা (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রী স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার বিকেলে গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জুরান মোল্লার পাড়ায় এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, পৌরসভার নুরুল আলম মিলনের ভাড়া বাসার ওয়াশরুমের বাংকারের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় রীপাকে পাওয়া যায়। মৃত রীপা গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও দুবাই প্রবাসী লুৎফর রহমানের স্ত্রী ও দক্ষিণ দৌলতদিয়া তমসের মাতুব্বর পাড়ার আব্দুর রহিম মোল্লা ওরফে রহিম বিডিয়ারের মেয়ে। স্বামী লুৎফর রহমান ভাড়া বাসার ওয়াশরুমে রীপাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রোববার, ২৭ এপ্রিল ২০২৫
রাজবাড়ীর গোয়ালন্দে রীপা (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রী স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার বিকেলে গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জুরান মোল্লার পাড়ায় এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, পৌরসভার নুরুল আলম মিলনের ভাড়া বাসার ওয়াশরুমের বাংকারের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় রীপাকে পাওয়া যায়। মৃত রীপা গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও দুবাই প্রবাসী লুৎফর রহমানের স্ত্রী ও দক্ষিণ দৌলতদিয়া তমসের মাতুব্বর পাড়ার আব্দুর রহিম মোল্লা ওরফে রহিম বিডিয়ারের মেয়ে। স্বামী লুৎফর রহমান ভাড়া বাসার ওয়াশরুমে রীপাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।