বরগুনার পাথরঘাটা উপজেলায় কোস্টগার্ডের অভিযানে ৯০ কেজি হরিণের মাংসসহ ১টি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার জব্দ করা হয়েছে। এ সময় হরিণ শিকারীর কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গত শুক্রবার এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৭টা হতে ১০টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাথরঘাটা উপজেলার বিষখালী নদীসংলগ্ন হরিণঘাটা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকায় ১টি ইঞ্জিন চালিত কাঠের ট্রলার তল্লাশি করে ৯০ কেজি হরিণের মাংস সহ ১টি ট্রলার জব্দ করা হয়। জব্দকৃত মাংস এবং ট্রলার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা