শাহজাদপুর উপজেলার চরাচিথুলিয়া গ্রামে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী শিশুটি সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে পুলিশ এ ঘটনায় অভিযুক্ত আব্দুর রহমানকে (৪০) গ্রেপ্তার করেছে। সে একই গ্রামের মৃত আরশোপ সরকারের ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে আব্দুর রহমান আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে একই গ্রামের ৭ বছরের ওই শিশুকে ডেকে নিয়ে যায় এবং নির্জন এক স্থানে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে শিশুটির চিৎকারে পাশের জমিতে কর্মরত হেকমত আলী মোল্লা ঘটনাস্থলে গেলে অভিযুক্ত আব্দুর রহমান দৌড়ে পালিয়ে যান। এরপর শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
এ ব্যাপারে সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ থানার অফিসার ইনচার্জ আছলাম আলী জানান, ঘটনার দিন রাতেই শিশুটির বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল রোববার অভিযুক্ত আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
শাহজাদপুর উপজেলার চরাচিথুলিয়া গ্রামে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী শিশুটি সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে পুলিশ এ ঘটনায় অভিযুক্ত আব্দুর রহমানকে (৪০) গ্রেপ্তার করেছে। সে একই গ্রামের মৃত আরশোপ সরকারের ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে আব্দুর রহমান আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে একই গ্রামের ৭ বছরের ওই শিশুকে ডেকে নিয়ে যায় এবং নির্জন এক স্থানে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে শিশুটির চিৎকারে পাশের জমিতে কর্মরত হেকমত আলী মোল্লা ঘটনাস্থলে গেলে অভিযুক্ত আব্দুর রহমান দৌড়ে পালিয়ে যান। এরপর শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
এ ব্যাপারে সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ থানার অফিসার ইনচার্জ আছলাম আলী জানান, ঘটনার দিন রাতেই শিশুটির বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল রোববার অভিযুক্ত আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।