চাটখিল উপজেলার ৫ নং মোহাম্মদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ফাওড়া মৌজার প্রবাসীর ভোগ দখলীয় দোকান ঘর দখলের চেষ্টা ও বাধা দিলে প্রবাসীর উপর হামলা এবং ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে ফাওড়া গ্রামের মৃত একরামূল হক দুলালের ছেলে সাংবাদিক মোজাম্মেল হক লিটন (৪৩) গতকাল রোববার সন্ধ্যায় নোয়াখালী জেলা প্রাশসকের নিকট অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, গত ২০১৫ সালের ১২ ডিসেম্বর নোয়াখালী জেলা পরিষদ থেকে ১ হাজার ৮০ বর্গফুট জায়গা ফাওড়া গ্রামের সাংবাদিক মোজাম্মেল হক লিটনসহ ৫ জনের নামে লিজ নেয়া হয়। লিজ নেয়ার পর দোকান ঘর নির্মাণ করে লিজ গ্রহীতারা ভোগ দখল করে আসছেন। এ বছরের ৩ মার্চ আবার পুনরায় নবায়ন করা হয়।
এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী নুর মোহাম্মদ, তাইজুল ইসলাম রাজু, মো. রাখিসহ অজ্ঞাত সন্ত্রাসীরা একাধিকবার দোকানগুলোতে হামলা চালিয়ে জবর দখলের অপচেষ্টা চালায়। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার গভীর রাতে ঐ চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজদের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বেড়া দিয়ে দোকান ঘর দখলের চেষ্টা চালায়। এ সময় সাংবাদিক লিটনের ভাই প্রবাসী মো. রানা বাধা দিলে তাকে বেধম মারধর করে আহত করে। রানার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর থেকে সন্ত্রাসীরা মো. রানার কাছে বিভিন্নভাবে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দিলে তাদের দোকান ভাঙচুর ও তাকে বিদেশ যেতে বাধা এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ব্যাপারে নোয়াখালী জেলা প্রাশসক খন্দকার ইসতিয়াক আহম্মেদ এর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
চাটখিল উপজেলার ৫ নং মোহাম্মদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ফাওড়া মৌজার প্রবাসীর ভোগ দখলীয় দোকান ঘর দখলের চেষ্টা ও বাধা দিলে প্রবাসীর উপর হামলা এবং ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে ফাওড়া গ্রামের মৃত একরামূল হক দুলালের ছেলে সাংবাদিক মোজাম্মেল হক লিটন (৪৩) গতকাল রোববার সন্ধ্যায় নোয়াখালী জেলা প্রাশসকের নিকট অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, গত ২০১৫ সালের ১২ ডিসেম্বর নোয়াখালী জেলা পরিষদ থেকে ১ হাজার ৮০ বর্গফুট জায়গা ফাওড়া গ্রামের সাংবাদিক মোজাম্মেল হক লিটনসহ ৫ জনের নামে লিজ নেয়া হয়। লিজ নেয়ার পর দোকান ঘর নির্মাণ করে লিজ গ্রহীতারা ভোগ দখল করে আসছেন। এ বছরের ৩ মার্চ আবার পুনরায় নবায়ন করা হয়।
এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী নুর মোহাম্মদ, তাইজুল ইসলাম রাজু, মো. রাখিসহ অজ্ঞাত সন্ত্রাসীরা একাধিকবার দোকানগুলোতে হামলা চালিয়ে জবর দখলের অপচেষ্টা চালায়। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার গভীর রাতে ঐ চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজদের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বেড়া দিয়ে দোকান ঘর দখলের চেষ্টা চালায়। এ সময় সাংবাদিক লিটনের ভাই প্রবাসী মো. রানা বাধা দিলে তাকে বেধম মারধর করে আহত করে। রানার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর থেকে সন্ত্রাসীরা মো. রানার কাছে বিভিন্নভাবে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দিলে তাদের দোকান ভাঙচুর ও তাকে বিদেশ যেতে বাধা এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ব্যাপারে নোয়াখালী জেলা প্রাশসক খন্দকার ইসতিয়াক আহম্মেদ এর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।