রাস্তায় পড়ে থাকা অসুস্থ বৃদ্ধা মহিলা জুলেখাকে (৭৩) তুলে এনে হাসপাতালে ভর্তি ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে ওই বৃদ্ধার ঠিকানা খুঁজে তার মেয়ের কাছে ফেরত পাঠিয়ে প্রশংসায় ভাসছেন সাটুরিয়া থানা পুলিশ। আর বৃদ্ধা মাকে ফেরত পেয়ে মেয়ে তুলি আক্তার সাটুরিয়া থানা পুলিশকে মানবিক পুলিশ হিসেবে আখ্যায়িত করেছেন।
গত ২৬ শে এপ্রিল দুপুরের দিকে সাটুরিয়া থানা পুলিশের একটি টহল টিম উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের চাচিতারা বাজার সংলগ্ন রাস্তা থেকে অজ্ঞাত ওই বৃদ্ধাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওই বৃদ্ধ মহিলার নাম ও ঠিকানা সংগ্রহ করে তার মেয়ে তুলির কাছে সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এর মাধ্যমে রোববার বিকেলে ফেরত দেওয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ওসি মো.শাহিনুল ইসলাম।
ওই বৃদ্ধা জুলেখা গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলার মারিয়ালী (কলাবাগান) গ্রামের মৃত লেহাজ উদ্দিনের স্ত্রী।
ওই বৃদ্ধার মেয়ে তুলি আক্তার বলেন, আমার বাবার মৃত্যুর পর মা দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে আক্রান্ত। কথাও বলতে পারে না। ১৭ই এপ্রিল নিজ বাড়ি গাজীপুর সদর থেকে হারিয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছি কিন্তু মাকে পাইনি। ২৬ শে এপ্রিল শনিবার রাতে ফোনে জানতে পারি আমার মা সাটুরিয়া থানা পুলিশের সহায়তায় সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছেন। গতকাল রোববার বিকেলে সাটুরিয়া হাসপাতালে এসে মাকে চিকিৎসাধীন অবস্থায় দেখতে পাই। পরে মাকে থানা পুলিশের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গ্রহণ করি। তিনি বলেন, পুলিশ যে কাজটি করেছেন তা জীবনেও ভুলব না।
এ ব্যাপারে সাটুরিয়া থানার ওসি বলেন, পুলিশিং কাজের পাশাপাশি এই মানবিক কাজটি করতে পেরে আমি অনেক আনন্দিত ও গর্বিত।
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
রাস্তায় পড়ে থাকা অসুস্থ বৃদ্ধা মহিলা জুলেখাকে (৭৩) তুলে এনে হাসপাতালে ভর্তি ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে ওই বৃদ্ধার ঠিকানা খুঁজে তার মেয়ের কাছে ফেরত পাঠিয়ে প্রশংসায় ভাসছেন সাটুরিয়া থানা পুলিশ। আর বৃদ্ধা মাকে ফেরত পেয়ে মেয়ে তুলি আক্তার সাটুরিয়া থানা পুলিশকে মানবিক পুলিশ হিসেবে আখ্যায়িত করেছেন।
গত ২৬ শে এপ্রিল দুপুরের দিকে সাটুরিয়া থানা পুলিশের একটি টহল টিম উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের চাচিতারা বাজার সংলগ্ন রাস্তা থেকে অজ্ঞাত ওই বৃদ্ধাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওই বৃদ্ধ মহিলার নাম ও ঠিকানা সংগ্রহ করে তার মেয়ে তুলির কাছে সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এর মাধ্যমে রোববার বিকেলে ফেরত দেওয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ওসি মো.শাহিনুল ইসলাম।
ওই বৃদ্ধা জুলেখা গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলার মারিয়ালী (কলাবাগান) গ্রামের মৃত লেহাজ উদ্দিনের স্ত্রী।
ওই বৃদ্ধার মেয়ে তুলি আক্তার বলেন, আমার বাবার মৃত্যুর পর মা দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে আক্রান্ত। কথাও বলতে পারে না। ১৭ই এপ্রিল নিজ বাড়ি গাজীপুর সদর থেকে হারিয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছি কিন্তু মাকে পাইনি। ২৬ শে এপ্রিল শনিবার রাতে ফোনে জানতে পারি আমার মা সাটুরিয়া থানা পুলিশের সহায়তায় সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছেন। গতকাল রোববার বিকেলে সাটুরিয়া হাসপাতালে এসে মাকে চিকিৎসাধীন অবস্থায় দেখতে পাই। পরে মাকে থানা পুলিশের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গ্রহণ করি। তিনি বলেন, পুলিশ যে কাজটি করেছেন তা জীবনেও ভুলব না।
এ ব্যাপারে সাটুরিয়া থানার ওসি বলেন, পুলিশিং কাজের পাশাপাশি এই মানবিক কাজটি করতে পেরে আমি অনেক আনন্দিত ও গর্বিত।