মুন্সীগঞ্জের গজারিয়ায় ১৫ হাজার অপোরিশোধিত সয়াবিন তেলসহ একটি লরি ও দুটি ট্রলার জব্দ করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার তেতৈতলা পুরান ফেরি ঘাট এলাকা থেকে তেলবাহী লরি ও ট্রলারটি জব্দ করা হয়। জানা যায়, তেতৈতলা এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে জলযানের মাধ্যমে বিভিন্ন সময় অবৈধভাবে তেল চুরি করে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত ১১টার দিকে তেতৈতলা পুরান ফেরি ঘাট এলাকায় দুটি ট্রলার থেকে পাইপলাইনের মাধ্যমে লরিতে তেল ভরছিল চক্রটি। এমন সংবাদ পেয়ে স্থানীয়রা জড়ো হলে দুটি ট্রলার ও তেলবাহী লরি ফেলে রেখে তারা পালিয়ে যায়।
বিজ্ঞান ও প্রযুক্তি: মাইক্রোসফট কোপাইলটে সাইবার ইন্টেলিজেন্স যুক্ত করেছে সফোস
বিজ্ঞান ও প্রযুক্তি: বিকাশ অ্যাপে ‘আমার বিকাশ’ আইকন
বিজ্ঞান ও প্রযুক্তি: আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন
আন্তর্জাতিক: পোকরোভস্কের পতন আরও দুর্বল করবে ইউক্রেনকে