নবজাতকদের প্রাণঘাতী রোগ পারসিস্টেন্ট পালমোনারী হাইপারটেনশন অয নিউবর্ন (পিপিএইচএন) চিকিৎসায় দেশে প্রথমবারের এত নাইট্রিক অক্সাইড জেনারেটর স্থাপন করা হয়েছে। গতকাল সোমবার বিকালে সাইনবোর্ড এলাকায় অবস্থিত বাংলাদেশ নবজাতক হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন বাংলাদেশ নিওনেটাল ফোরামের সভাপতি (ইলেক্ট) অধ্যাপক ডা. বেগম শরিফুন্নাহার।
ডা. শরিফুন্নাহার বলেন, নাইট্রিক অক্সাইড জেনারেটর ব্যবহার নবজাতকদের প্রাণরক্ষা ও উন্নত চিকিৎসায় এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। এটি নবজাতক মৃত্যুহার কমিয়ে স্বাস্থ্য খাতে বাংলাদেশের এসডিজি অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করেন।
শিশু-মাতৃ স্বাস্থ্য ইনসিটটিউট এর পরিচালক পরিচালক ও বাংলাদেশ নিওনেটাল ফোরামের মহাসচিব ডা. মো. মজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর অব মেডিকেল সার্ভিসেস সিইও প্রফেসর ডা. জাবরুল এস এম হক এবং বাংলাদেশ নবজাতক হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা সুলতানা আসমাসহ দেশের খ্যাতনামা নবজাতক বিশেষজ্ঞ ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসকসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা।
সভাপতিত্ব করেন ডা. মজিবুর রহমান।
নগর-মহানগর: রাজধানীতে বাসে চড়তে হলে কাটতে হবে ই-টিকেট
নগর-মহানগর: সাভারে ৬ হত্যাকাণ্ডের নেপথ্যে ভবঘুরে সম্রাট