চট্টগ্রাম জেলা আদালত ভবনের নিচ তলার হাজতখানার সামনে থেকে দুই আসামি পালিয়ে গেছেন। মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পালিয়ে যাওয়া আসামিদের একজন ইকবাল হোসেন ইমন, যিনি লোহাগাড়া থানার একটি হত্যা মামলার আসামি। অন্যজন আনোয়ার হোসেন, যিনি সীতাকুণ্ড থানার একটি মাদক মামলার আসামি।
এদিন তাদের আদালতে হাজির করা হয় এবং কার্যক্রম শেষে হাজতখানায় রাখা হয়। দুপুরে অন্য আসামিদের সঙ্গে কারাগারে নেওয়ার সময় তারা কৌশলে পালিয়ে যান।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও গণমাধ্যম) মো. রাসেল জানান, আসামিরা আদালত থেকে পালিয়েছে এবং তাদের খুঁজতে অভিযান শুরু হয়েছে। তিনি জানান, ঘটনার তদন্ত চলছে।
আন্তর্জাতিক: ট্রাম্পের সঙ্গে বিরোধে মাদুরোর পাশে নেই শি-পুতিন
অর্থ-বাণিজ্য: শেয়ারবাজারে মূলধন বাড়লো আড়াই হাজার কোটি টাকা