বাগেরহাটের মোরেলগঞ্জে নিশানবাড়িয়া ইউনিয়নে একটি প্রভাবশালী মধু হাওলাদারের অত্যাচারে প্রতিবাদে ফুঁসে উঠেছে অতিষ্ঠ গ্রামবাসী। বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী স্থানীয়রা।
মঙ্গলবার,(২৯ এপ্রিল ২০২৫) বেলা ১০টায় গুলিশাখালী বাজারে ইউনিয়ন পরিষদের সামনে সড়কে মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার দুই শতাধিক মানুষ ও ৮ নং ওয়ার্ডের ভুক্তভোগী ২০টি পরিবারের সদস্যরা অংশ নেয়।
মানববন্ধন থেকে ভুক্তভোগীরা অভিযোগ তুলে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে গুলিশাখালী গ্রামের আব্দুল গনি হাওলাদারের ছেলে প্রভাবশালী মো. মধু হাওলাদার একক ছত্রছায়ায় এলাকায় রামরাজত্ব কায়েম করে তার অত্যাচারে নিরীহ সাধারণ মানুষ নির্যাতন মারপিট একাধিক মামলা হামলার হয়রানির শিকার হয়ে নিঃস্ব হয়ে পথে বসেছেন কয়েকটি পরিবার। জোরপূর্বক জমি দখল করে নিয়ে গ্রামবাসীদের অতিষ্ঠ করে তুলেছেন। তার বিরুদ্ধে অভিযোগ দিয়েও বিগত দিনেও কোনো বিচার পায়নি। তার কথিত অর্থ মদদদাতা ইব্রাহিম হাওলাদার টাকা দিয়ে প্রকৃত ঘটনা আড়াল করে বেপোরেয়া হয়ে উঠে মধু বাহিনী ও তৈরি করা লোকজন। সর্বশেষ গত রবিবার ২০ এপ্রিল এনায়েতিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মো. শহিদুল ইসলাম মাদ্রাসায় যাওয়ার পথিমধ্যে মধু হাওলাদার তার লোকজন নিয়ে ওই শিক্ষকের ওপর অর্তকীত মারপিট করে তাকে গুরুত্বর জখম করে। ওই শিক্ষক গত ৩ দিন ধরে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন। তার ৪০০ জমি ৪-৫ বছর ধরে জোরপূর্বক দখল করে রেখেছে মধু। এ বিষয়ে মো. মধু হাওলাদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, তিনি কারো জমি দখল করেননি। তার নিকটততম আত্মীয় ইব্রাহিম হাওলাদারের ক্রয়কৃত জমি দেখাশোনা করে সেখানে চাষাবাদ করছেন তিনি।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. রাজিব আল রশিদ বলেন, মধু হাওলাদারের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তবে, জমি দখলের বিষয়টি স্থানীয় পর্যায়ে পারিবারিক দ্বন্দ্ব। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আন্তর্জাতিক: নাইজেরিয়ায় গির্জা থেকে ১৬৩ পুণ্যার্থীকে অপহরণ
আন্তর্জাতিক: আফগানিস্তানে রেস্তোরাঁয় বিস্ফোরণ, নিহত ৭
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রে ভারী তুষারপাত, ১০০ গাড়ির সংঘর্ষ
আন্তর্জাতিক: সিরিয়ায় কারাগার থেকে পালিয়ে গেছে প্রায় ১৫০০ কয়েদি
আন্তর্জাতিক: হাঙরের আতঙ্কে অস্ট্রেলিয়ার সৈকত বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক: আকাশ প্রতিরক্ষায় নতুন প্রযুক্তি যুক্ত করছে ইউক্রেন