সিরাজগঞ্জের বেলকুচিতে হোমিও ঔষধের দোকান থেকে কেনা স্পিরিট পান করে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার দৌলতপুর বাশঁতলা এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে কসাই আবুল কালাম এবং দৌলতপুর মতি মার্কেট এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ভ্যানচালক শাহ আলম। এই ঘটনায় অসুস্থ হয়ে শহীদ এম মনসুর আলী মেডিকেলে ভর্তি আছেন দৌলতপুর দক্ষিণপাড়ার সোহবার আলীর ছেলে দৌলতপুর ইউনিয়ন পোস্ট অফিসের পোস্ট মাস্টার আবু হানিফ।
বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক বলেন, গত মঙ্গলবার রাতে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কান্দাপাড়া বাজারের বাবু ডাক্তারের হোমিও ঔষধের দোকান থেকে নেশা জাতীয় স্পিরিট কিনে পান করেন কয়েকজন। এরপর তারা অসুস্থ হয়ে পড়লে তিনজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার সন্ধ্যায় আবুল কালামের মৃত্যু হয়। এরপর আশঙ্কাজনক অবস্থায় মনসুর আলী মেডিকেলে নেওয়ার পথে শাহ আলমের মৃত্যু হয়। ঘটনার পর থেকে হোমিও ঔষধ ব্যবসায়ী বাবু ডাক্তার পলাতক রয়েছেন। বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                        ইপেপার
                        
                                                	                            	জাতীয়
                           	                            	সারাদেশ
                           	                            	আন্তর্জাতিক
                           	                            	নগর-মহানগর
                           	                            	খেলা
                           	                            	বিজ্ঞান ও প্রযুক্তি
                           	                            	শিক্ষা
                           	                            	অর্থ-বাণিজ্য
                           	                            	সংস্কৃতি
                           	                            	ক্যাম্পাস
                           	                            	মিডিয়া
                           	                            	অপরাধ ও দুর্নীতি
                           	                            	রাজনীতি
                           	                            	শোক ও স্মরন
                           	                            	প্রবাস
                           	                            নারীর প্রতি সহিংসতা
                            বিনোদন
                                                                        	                            	সম্পাদকীয়
                           	                            	উপ-সম্পাদকীয়
                           	                            	মুক্ত আলোচনা
                           	                            	চিঠিপত্র
                           	                            	পাঠকের চিঠি
                           	                                            শুক্রবার, ০৯ মে ২০২৫
সিরাজগঞ্জের বেলকুচিতে হোমিও ঔষধের দোকান থেকে কেনা স্পিরিট পান করে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার দৌলতপুর বাশঁতলা এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে কসাই আবুল কালাম এবং দৌলতপুর মতি মার্কেট এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ভ্যানচালক শাহ আলম। এই ঘটনায় অসুস্থ হয়ে শহীদ এম মনসুর আলী মেডিকেলে ভর্তি আছেন দৌলতপুর দক্ষিণপাড়ার সোহবার আলীর ছেলে দৌলতপুর ইউনিয়ন পোস্ট অফিসের পোস্ট মাস্টার আবু হানিফ।
বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক বলেন, গত মঙ্গলবার রাতে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কান্দাপাড়া বাজারের বাবু ডাক্তারের হোমিও ঔষধের দোকান থেকে নেশা জাতীয় স্পিরিট কিনে পান করেন কয়েকজন। এরপর তারা অসুস্থ হয়ে পড়লে তিনজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার সন্ধ্যায় আবুল কালামের মৃত্যু হয়। এরপর আশঙ্কাজনক অবস্থায় মনসুর আলী মেডিকেলে নেওয়ার পথে শাহ আলমের মৃত্যু হয়। ঘটনার পর থেকে হোমিও ঔষধ ব্যবসায়ী বাবু ডাক্তার পলাতক রয়েছেন। বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।