বগুড়ার আদমদীঘি উপজেলার নশরৎপুরে পান্না মুরগীর খামারের সহস্রাধীক মুরগীর বাচ্চা মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে ওই খামারের ১৫ দিন বয়সী মুরগীর বাচ্চাগুলো মেরে ফেলে দুর্বৃত্তরা। খামারের মালিক হারুনুর রশিদ জানান, দীর্ঘদিন ধরে তিনি তার খামারে মুরগী পালন ও মুরগীর বাচ্চা ফুটানোর ব্যবসা করে আসছেন। তার খামারে ১ হাজারেরও বেশি মুরগীর বাচ্চা ছিল, যেগুলোর বয়স মাত্র ১৫ দিন। গত মঙ্গলবার সন্ধায় মুরগীর বাচ্চাগুলোকে খাবার দিয়ে খামার বন্ধ করে বাড়ি চলে যান তিনি। পরে রাত সাড়ে ১১টায় খামারের কর্মচারী হাসান আলী পুনরায় বাচ্চাগুলোকে খাবার দিতে এসে দেখেন, দুর্বৃত্তরা খামারের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে সমস্ত মুরগীর বাচ্চাকে পায়ে পিষ্ট করে মেরে ফেলেছে। ওই মুরগীর বাচ্চাগুলো মরে যাওয়ায় তার ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকা। এই ঘটনায় খামার মালিক হারুনুর রশিদের স্ত্রী শবনম মোস্তারী বাদি হয়ে ৩ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক আমিরু ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে আইন অনুযায়ী এই ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অর্থ-বাণিজ্য: সাড়ে ৩ বিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
অর্থ-বাণিজ্য: রপ্তানির নথি জমা দেয়া যাবে অনলাইনে
অর্থ-বাণিজ্য: সরাসরি করদাতার ব্যাংক হিসাবে যাবে ভ্যাট রিফান্ডের টাকা
অর্থ-বাণিজ্য: আবাসনে সর্বোচ্চ চার কোটি টাকা ঋণ দিতে পারবে ব্যাংক
অর্থ-বাণিজ্য: শেয়ারবাজারে উত্থান, বাড়লো সূচক ও লেনদেন
বিজ্ঞান ও প্রযুক্তি: ‘রেসপন্সিবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি: ১৪ জানুয়ারি বাংলাদেশে কার্যক্রম শুরু করবে হোস্টিং ডটকম