খামারের সহস্রাধিক মুরগির বাচ্চা মেরে ফেলেছে দুর্বৃত্তরা

শুক্রবার, ০৯ মে ২০২৫
প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া)

বগুড়ার আদমদীঘি উপজেলার নশরৎপুরে পান্না মুরগীর খামারের সহস্রাধীক মুরগীর বাচ্চা মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে ওই খামারের ১৫ দিন বয়সী মুরগীর বাচ্চাগুলো মেরে ফেলে দুর্বৃত্তরা। খামারের মালিক হারুনুর রশিদ জানান, দীর্ঘদিন ধরে তিনি তার খামারে মুরগী পালন ও মুরগীর বাচ্চা ফুটানোর ব্যবসা করে আসছেন। তার খামারে ১ হাজারেরও বেশি মুরগীর বাচ্চা ছিল, যেগুলোর বয়স মাত্র ১৫ দিন। গত মঙ্গলবার সন্ধায় মুরগীর বাচ্চাগুলোকে খাবার দিয়ে খামার বন্ধ করে বাড়ি চলে যান তিনি। পরে রাত সাড়ে ১১টায় খামারের কর্মচারী হাসান আলী পুনরায় বাচ্চাগুলোকে খাবার দিতে এসে দেখেন, দুর্বৃত্তরা খামারের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে সমস্ত মুরগীর বাচ্চাকে পায়ে পিষ্ট করে মেরে ফেলেছে। ওই মুরগীর বাচ্চাগুলো মরে যাওয়ায় তার ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকা। এই ঘটনায় খামার মালিক হারুনুর রশিদের স্ত্রী শবনম মোস্তারী বাদি হয়ে ৩ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক আমিরু ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে আইন অনুযায়ী এই ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি