হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ির তেলমাছড়া অভয়ারণ্যে দুর্লভ প্রজাতির এশিয়াটিক কালো ভালুকের বিচরণের খবর পাওয়া গেছে। বাচ্চাসহ একটি ভালুকের বিচরণের বিষয়টি নিশ্চিত হওয়ায় বনে প্রবেশে বিশেষ সতর্কতা জারি করেছে বন বিভাগ। সাতছড়ির তেলমাছড়া অভয়ারণ্য সংলগ্ন এলাকার এক বাসিন্দা নিজাম উদ্দিন হৃদয় বলেন, এখন সাতছড়ি এবং তেলমাছড়া বনে ভালুকসহ বিলুপ্তপ্রায় অনেক বন্যপ্রাণী দেখতে পাওয়া যায়। বিশেষ করে ভালুকের দেখা মেলায় মানুষ এখন ভয়ে আগের এত বনে যায় না। তেলমাছড়া বনের বনরক্ষী সাদেকুর রহমান জানান, এশিয়াটিক কালো প্রজাতির একটি ভালুককে তিনটি বাচ্চাসহ সাতছড়ি, তেলমাছড়া এবং সালটিলায় বনে বিচরণ করতে দেখা গেছে।
বাচ্চা থাকা অবস্থায় ভালুক হিংগ্র থাকে। এই কারণে বনরক্ষীরা খুব সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, জাতীয় উদ্যান ঘোষণায় তেলমাছড়া বনে বিপন্ন প্রজাতির ভালুকের সংখ্যা বাড়ছে। কালো ভালুকের একটি দলের অভয়ারণ্যে বিচরণের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয়রাও।
এই বিষয়ে জানতে চাইলে তেলমাছড়া বনবিট কর্মকর্তা মেহেদী হাসান জানান, সম্প্রতি কয়েকজন শ্রমিক পাহাড়ের বন থেকে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বাচ্চাসহ দুর্লভ প্রজাতির ভালুকটিকে দেখেছেন। এই কারণে পর্যটকদেরকে বনে প্রবেশ করতে সাবধানতা অবলম্বন করতে পরামর্শ দেয়া হচ্ছে। এ ছাড়া বনরক্ষীদের টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।
শুক্রবার, ০৯ মে ২০২৫
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ির তেলমাছড়া অভয়ারণ্যে দুর্লভ প্রজাতির এশিয়াটিক কালো ভালুকের বিচরণের খবর পাওয়া গেছে। বাচ্চাসহ একটি ভালুকের বিচরণের বিষয়টি নিশ্চিত হওয়ায় বনে প্রবেশে বিশেষ সতর্কতা জারি করেছে বন বিভাগ। সাতছড়ির তেলমাছড়া অভয়ারণ্য সংলগ্ন এলাকার এক বাসিন্দা নিজাম উদ্দিন হৃদয় বলেন, এখন সাতছড়ি এবং তেলমাছড়া বনে ভালুকসহ বিলুপ্তপ্রায় অনেক বন্যপ্রাণী দেখতে পাওয়া যায়। বিশেষ করে ভালুকের দেখা মেলায় মানুষ এখন ভয়ে আগের এত বনে যায় না। তেলমাছড়া বনের বনরক্ষী সাদেকুর রহমান জানান, এশিয়াটিক কালো প্রজাতির একটি ভালুককে তিনটি বাচ্চাসহ সাতছড়ি, তেলমাছড়া এবং সালটিলায় বনে বিচরণ করতে দেখা গেছে।
বাচ্চা থাকা অবস্থায় ভালুক হিংগ্র থাকে। এই কারণে বনরক্ষীরা খুব সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, জাতীয় উদ্যান ঘোষণায় তেলমাছড়া বনে বিপন্ন প্রজাতির ভালুকের সংখ্যা বাড়ছে। কালো ভালুকের একটি দলের অভয়ারণ্যে বিচরণের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয়রাও।
এই বিষয়ে জানতে চাইলে তেলমাছড়া বনবিট কর্মকর্তা মেহেদী হাসান জানান, সম্প্রতি কয়েকজন শ্রমিক পাহাড়ের বন থেকে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বাচ্চাসহ দুর্লভ প্রজাতির ভালুকটিকে দেখেছেন। এই কারণে পর্যটকদেরকে বনে প্রবেশ করতে সাবধানতা অবলম্বন করতে পরামর্শ দেয়া হচ্ছে। এ ছাড়া বনরক্ষীদের টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।