কুমিল্লা : গরম উপেক্ষা করে জীবিকার তাগিদে ধান কাটছেন শ্রমিকরা -সংবাদ
দক্ষিণ কুমিল্লার শ্রমজীবী মানুষদের বাজার বিজয়পুরে সৃজনালী ধানকাটার সময় ভোর রাত থেকেই শ্রম বেচা কেনা শুরু হয়ে থাকে। বেশির ভাগ শ্রমজীবি মানুষদের বাড়ি দেশের উত্তরাঞ্চলে। এ ছাড়া দূরদূরান্ত থেকে আসা মানুষগুলো বছরের নির্দিষ্টি কিছু সময়ে এখানে ভিড় জামায়। কাজের সন্ধানে আসা মানুষগুলো।
জীবনজীবিকার তাগিদে গৃহস্থের সঙ্গে কথায় বনাবনি হলেই ছুটে যায় কাজ করার জন্য, তেমনি একজন মানুষ সোনান্দি মিয়া তিনি, কুড়িগ্রাম সদর এলাকার চর বড়াই গ্রামের বাসিন্দা। তিন মেয়ে ও এক ছেলেকে মানুষ করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।
ছোটবেলা থেকেই শুরু হয়েছে জীবন যুদ্ধ, কঠোর পরিশ্রম করাই যেন তার কাজ, গত রোববার লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউপির অন্তর্গত গ্রিন ভ্যালি রেস্টুরেন্টে এর সঙ্গে একটি জমিতে ধান কাটছিলেন। এ সময় কথা হয় তার সঙ্গে, দীর্ঘ ১২ বছর যাবত এই এলাকায় কাজ করছেন তিনি। সৃজনে ১৫ থেকে ২০ হাজার টাকা বাড়িতে পাঠান। এতেই চলে যায় তার সংসার। সঙ্গে রয়েছেন, নূর আমিন একই এালাকার বাসিন্দা সেও কঠোর পরিশ্রমী।
শ্রমজীবী মানুষদের শ্রমের মূল্য দিতে বহু নীতি কথা শুনা যায়। আজও মানুষগুলো শ্রমের বিনিময়ে ন্যায্য মূল্য পাচ্ছে কিনা তা তদারকি করার এত সরকারি কোন সংস্থা দায়িত্ব পালন করছে কিনা তা বুঝার উপায় নেই। যেহেতু কোন প্রকার কার্যক্রম দেখা যায় না।
মীর হোসেন নামক একজন ব্যবসায়ী বলেন, আমাদের এলাকায় যদি দূরদূরান্ত থেকে শ্রমিকেরা না আসে তাহলে, অনেক সমস্যায় পরতে হতো। কেননা, আগেতো আমাদের এলাকার বহু মানুষ শ্রমের বিনিময়ে টাকা নিতো কিন্তু যুগের পরিবর্তনে অনেকেই বিদেশে গিয়ে স্বাবলম্বী হয়েছেন যার ফলে, শ্রমিক খুঁজে পাওয়া যায় না।
লালমাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এনামূল হক বলেন, তীব্র গরমে যে কোনো মানুষেরই হিট স্টোক করার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ তাদের ক্ষেত্রে ঝুঁকিটা আরও বেশি সেই ক্ষেত্রে আমরা বলে থাকি সবাইকে বেশি বেশি পানি পান করতে, অবশ্য ইতোমধ্যে যত রোগী আসে সকলকে এই বিষয়ে সাবধান করে থাকি।
লালমাই উপজেলা কৃষি অফিসার আউলিয়া খাতুন বলেন, লালমাইয়ে ৭৭৫০ হেক্টর জমিতে বোরো দানের আবাদ হয়েছে। এর মধ্যে ৬৯৮০ হেক্টর কর্তন হয়েছে।
অর্থাৎ রোপনের প্রায় ৯১ শতাংশ কর্তন শেষ এবং ফলনও ভালো হয়েছে। অতিরিক্ত গরমে হিটস্ট্রোকের বিষয়ে কোনো সতর্কতা বার্তা দিয়েছেন কিনা প্রশ্নে তিনি বলেন, এই বিষয়টা মোটামুটি আমাদের মাঠে যারা রয়েছে তাদেরকে বলা আছে। আর শ্রমিক সংকট নেই।
কুমিল্লা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আগামী দুই থেকে তিন দিন একইভাবে তাপদাহ থাকবে। তার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
কুমিল্লা : গরম উপেক্ষা করে জীবিকার তাগিদে ধান কাটছেন শ্রমিকরা -সংবাদ
রোববার, ১১ মে ২০২৫
দক্ষিণ কুমিল্লার শ্রমজীবী মানুষদের বাজার বিজয়পুরে সৃজনালী ধানকাটার সময় ভোর রাত থেকেই শ্রম বেচা কেনা শুরু হয়ে থাকে। বেশির ভাগ শ্রমজীবি মানুষদের বাড়ি দেশের উত্তরাঞ্চলে। এ ছাড়া দূরদূরান্ত থেকে আসা মানুষগুলো বছরের নির্দিষ্টি কিছু সময়ে এখানে ভিড় জামায়। কাজের সন্ধানে আসা মানুষগুলো।
জীবনজীবিকার তাগিদে গৃহস্থের সঙ্গে কথায় বনাবনি হলেই ছুটে যায় কাজ করার জন্য, তেমনি একজন মানুষ সোনান্দি মিয়া তিনি, কুড়িগ্রাম সদর এলাকার চর বড়াই গ্রামের বাসিন্দা। তিন মেয়ে ও এক ছেলেকে মানুষ করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।
ছোটবেলা থেকেই শুরু হয়েছে জীবন যুদ্ধ, কঠোর পরিশ্রম করাই যেন তার কাজ, গত রোববার লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউপির অন্তর্গত গ্রিন ভ্যালি রেস্টুরেন্টে এর সঙ্গে একটি জমিতে ধান কাটছিলেন। এ সময় কথা হয় তার সঙ্গে, দীর্ঘ ১২ বছর যাবত এই এলাকায় কাজ করছেন তিনি। সৃজনে ১৫ থেকে ২০ হাজার টাকা বাড়িতে পাঠান। এতেই চলে যায় তার সংসার। সঙ্গে রয়েছেন, নূর আমিন একই এালাকার বাসিন্দা সেও কঠোর পরিশ্রমী।
শ্রমজীবী মানুষদের শ্রমের মূল্য দিতে বহু নীতি কথা শুনা যায়। আজও মানুষগুলো শ্রমের বিনিময়ে ন্যায্য মূল্য পাচ্ছে কিনা তা তদারকি করার এত সরকারি কোন সংস্থা দায়িত্ব পালন করছে কিনা তা বুঝার উপায় নেই। যেহেতু কোন প্রকার কার্যক্রম দেখা যায় না।
মীর হোসেন নামক একজন ব্যবসায়ী বলেন, আমাদের এলাকায় যদি দূরদূরান্ত থেকে শ্রমিকেরা না আসে তাহলে, অনেক সমস্যায় পরতে হতো। কেননা, আগেতো আমাদের এলাকার বহু মানুষ শ্রমের বিনিময়ে টাকা নিতো কিন্তু যুগের পরিবর্তনে অনেকেই বিদেশে গিয়ে স্বাবলম্বী হয়েছেন যার ফলে, শ্রমিক খুঁজে পাওয়া যায় না।
লালমাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এনামূল হক বলেন, তীব্র গরমে যে কোনো মানুষেরই হিট স্টোক করার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ তাদের ক্ষেত্রে ঝুঁকিটা আরও বেশি সেই ক্ষেত্রে আমরা বলে থাকি সবাইকে বেশি বেশি পানি পান করতে, অবশ্য ইতোমধ্যে যত রোগী আসে সকলকে এই বিষয়ে সাবধান করে থাকি।
লালমাই উপজেলা কৃষি অফিসার আউলিয়া খাতুন বলেন, লালমাইয়ে ৭৭৫০ হেক্টর জমিতে বোরো দানের আবাদ হয়েছে। এর মধ্যে ৬৯৮০ হেক্টর কর্তন হয়েছে।
অর্থাৎ রোপনের প্রায় ৯১ শতাংশ কর্তন শেষ এবং ফলনও ভালো হয়েছে। অতিরিক্ত গরমে হিটস্ট্রোকের বিষয়ে কোনো সতর্কতা বার্তা দিয়েছেন কিনা প্রশ্নে তিনি বলেন, এই বিষয়টা মোটামুটি আমাদের মাঠে যারা রয়েছে তাদেরকে বলা আছে। আর শ্রমিক সংকট নেই।
কুমিল্লা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আগামী দুই থেকে তিন দিন একইভাবে তাপদাহ থাকবে। তার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।