নাইক্ষ্যংছড়ি উপজেলার সদরের আদর্শগ্রান চেকপোস্টে সকাল ১১ টায় তল্লাশি চালিয়ে ৯ হাজার ৪শ’ ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও সিএনজিসহ ১ সিএনজি চালককে আটক করে বিজিবি। তার নাম হেলাল উদ্দিন (১৮)। সে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলী গ্রামের নুরুল আমিনের পুত্র। একইদিন সকালে পৃথক ঘটনায় মিয়ানমার সীমান্তের ৪৭ পিলার এলাকায় সীমান্ত চোরাকারবারিদের ১ জন সোর্সকে ১টি গরুসহ আটক করেন ১১ বিজিবি। তার নাম মোহাম্মদ আরিফ (১৫)। সে আশারতলী গ্রামের লম্বাঘোনা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে সীমান্তের ৪৭ পিলার এলাকায় চোরাকারবারিদের সোর্স হিসেবে কাজ করতো। গত বুধবার, নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি কর্তৃক পরিচালিত পৃথক ২ অভিযানে এ ২ জন আসামিকে আটক করে বিজিবি।
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
নাইক্ষ্যংছড়ি উপজেলার সদরের আদর্শগ্রান চেকপোস্টে সকাল ১১ টায় তল্লাশি চালিয়ে ৯ হাজার ৪শ’ ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও সিএনজিসহ ১ সিএনজি চালককে আটক করে বিজিবি। তার নাম হেলাল উদ্দিন (১৮)। সে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলী গ্রামের নুরুল আমিনের পুত্র। একইদিন সকালে পৃথক ঘটনায় মিয়ানমার সীমান্তের ৪৭ পিলার এলাকায় সীমান্ত চোরাকারবারিদের ১ জন সোর্সকে ১টি গরুসহ আটক করেন ১১ বিজিবি। তার নাম মোহাম্মদ আরিফ (১৫)। সে আশারতলী গ্রামের লম্বাঘোনা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে সীমান্তের ৪৭ পিলার এলাকায় চোরাকারবারিদের সোর্স হিসেবে কাজ করতো। গত বুধবার, নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি কর্তৃক পরিচালিত পৃথক ২ অভিযানে এ ২ জন আসামিকে আটক করে বিজিবি।