গাজীপুরের টঙ্গীতে এপ্রিল মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
শনিবার(১৭-০৫-২০২৫) সকাল সাড়ে ৮টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত হোসেন মার্কেট এলাকার বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে ২ ঘণ্টা ১৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল।
শ্রমিকরা জানায়, কারখানাটির প্রায় ১ হাজার ৫০০ জন শ্রমিকের গত এপ্রিল, চলতি মে মাসের মাসের বকেয়া বেতন, শ্রমের অতিরিক্ত মজুরি (ওভারটাইম) ও ঈদুল আজহার বোনাসের টাকা পরিশোধের তারিখ নির্ধারণের দাবি জানান কারখানা কর্তৃপক্ষের কাছে। তবে কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিন্ধান্ত জানায়নি। শনিবার সকালে কারখানাটির বিক্ষুদ্ধ শ্রমিকরা কয়েকটি দাবি জানিয়ে মহাসড়কে বিক্ষোভ শুরু করে। এ বিষয়ে বিএইচ আইএস অ্যাপারেলস লিমিটেডের কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের কাউকে পাওয়া যায়নি।
গাজীপুরে শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গিয়ে কারখানার সামনে অবস্থান করছে। কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগযোগ করে সমাধানের চেষ্টা চলছে।
শনিবার, ১৭ মে ২০২৫
গাজীপুরের টঙ্গীতে এপ্রিল মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
শনিবার(১৭-০৫-২০২৫) সকাল সাড়ে ৮টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত হোসেন মার্কেট এলাকার বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে ২ ঘণ্টা ১৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল।
শ্রমিকরা জানায়, কারখানাটির প্রায় ১ হাজার ৫০০ জন শ্রমিকের গত এপ্রিল, চলতি মে মাসের মাসের বকেয়া বেতন, শ্রমের অতিরিক্ত মজুরি (ওভারটাইম) ও ঈদুল আজহার বোনাসের টাকা পরিশোধের তারিখ নির্ধারণের দাবি জানান কারখানা কর্তৃপক্ষের কাছে। তবে কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিন্ধান্ত জানায়নি। শনিবার সকালে কারখানাটির বিক্ষুদ্ধ শ্রমিকরা কয়েকটি দাবি জানিয়ে মহাসড়কে বিক্ষোভ শুরু করে। এ বিষয়ে বিএইচ আইএস অ্যাপারেলস লিমিটেডের কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের কাউকে পাওয়া যায়নি।
গাজীপুরে শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গিয়ে কারখানার সামনে অবস্থান করছে। কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগযোগ করে সমাধানের চেষ্টা চলছে।