শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে পাবনা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী কোচ সড়কে দাঁড়িয়ে থাকা ১টি সিএনজি ও ২টি ব্যাটারিচালিত অটোভ্যানকে চাপা দিলে বাহাদুর শেখ (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৮ জনকে সিরাজগঞ্জ ও ঢাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ভ্যানচালক বাহাদুর শেখ উপজেলার পোতাজিয়া গ্রামের গনি শেখের ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুর ২টার দিকে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সরকার ট্রাভেলসের একটি যাত্রীবাহী কোচ শনিবার দুপুর ২টার দিকে বাঘাবাড়ি নৌবন্দরে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি ও অটোরিকশাকে চাপা দেয়। এতে ১টি সিএনজি ও ২টি অটোভ্যান দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ভ্যানচালক বাহাদুর শেখ ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ, হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেন।
গতকাল রোববার হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকাগামী সরকার পরিবহনের যাত্রীবাহী কোচটি নিয়ন্ত্রণ হারানোর ফলে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি জানান নিহত ভ্যানচালকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটিকে জব্দ করে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তবে এর চালক ও হেলপাররা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
রোববার, ১০ আগস্ট ২০২৫
শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে পাবনা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী কোচ সড়কে দাঁড়িয়ে থাকা ১টি সিএনজি ও ২টি ব্যাটারিচালিত অটোভ্যানকে চাপা দিলে বাহাদুর শেখ (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৮ জনকে সিরাজগঞ্জ ও ঢাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ভ্যানচালক বাহাদুর শেখ উপজেলার পোতাজিয়া গ্রামের গনি শেখের ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুর ২টার দিকে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সরকার ট্রাভেলসের একটি যাত্রীবাহী কোচ শনিবার দুপুর ২টার দিকে বাঘাবাড়ি নৌবন্দরে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি ও অটোরিকশাকে চাপা দেয়। এতে ১টি সিএনজি ও ২টি অটোভ্যান দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ভ্যানচালক বাহাদুর শেখ ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ, হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেন।
গতকাল রোববার হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকাগামী সরকার পরিবহনের যাত্রীবাহী কোচটি নিয়ন্ত্রণ হারানোর ফলে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি জানান নিহত ভ্যানচালকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটিকে জব্দ করে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তবে এর চালক ও হেলপাররা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।