সংবাদ জাতীয় ডেস্ক

রোববার, ১০ আগস্ট ২০২৫

আদিবাসী দিবস পালিত

image
মধুপুর (টাঙ্গাইল) : নৃত্যের তালে তালে আদিবাসী দিবসের শোভাযাত্রা -সংবাদ

আদিবাসী দিবস পালিত

রোববার, ১০ আগস্ট ২০২৫
সংবাদ জাতীয় ডেস্ক

যথাযথ মর্যাদায় আদিবাসী দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত-

মধুপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মধুপুর গড়ে নানা আয়োজনের মধ্যে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয়েছে। জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, কারিতাস, ট্রাইবাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন, এসিডিএফ, আচিক মিচিক সোসাইটি, বাগাছাস, গাসু, জিএসএফ, বেলা, কোচ আদিবাসী সংগঠনসহ ২২টি সংগঠন যৌথভাবে এ দিবেসর আয়োজন করে।

গতকাল শনিবার গড় এলাকার পীরগাছা সেন্ট পৌলস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক আদিবাসী দিবসের উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন। আলোচনা সভায় জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট জনজেত্রার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস সিডিআইয়ের পরিচালক বিশিষ্ট লেখক গবেষক মি. থিওফিল নকরেক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লুথ্যারন হেলথ কেয়ার বাংলাদেশের নির্বাহী পরিচালক লেখক ড. গ্রেনার মারাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. আবু নাসের মোহসীন হোসেন, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের উপদেষ্টা অব. স্পেশাল জেলা জজ জগদিশ চন্দ্র, এসিডিএফ ও জিএমএডিসির প্রধান উপদেষ্টা অজয় এ মৃ, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরানুল কবির।

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী

আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার স্বার্থক প্রয়োগ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার রক্ষাগোলা সমন্বয় কমিটির আয়োজনে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৫ উদযাপন করা হয়।

১৯৯২ সালে জাতিসংঘের মানবাধিকার কমিশনের উন্নয়ন ও সংরক্ষণ উপকমিশনের কর্মকর্তারা তাদের প্রথম সভায় ‘বিশ্ব আদিবাসী দিবস’ পালনের সিদ্ধান্ত নেয়। ১৯৯৩ সালকে জাতিসংঘ প্রথমবার বিশ্বে আদিবাসী বর্ষ ঘোষণা করে। পরের বছর ১৯৯৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিবছর ৯ আগস্টকে বিশ্ব আদিবাসী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া জাতিসংঘ ১৯৯৫-২০০৪ এবং ২০০৫-২০১৪ সালকে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় আদিবাসী দশক ঘোষণা করে। যা সারাবিশ্বে পালিত হয়। ১৯৯৪ সালে বিশ্বে প্রথমবারের মতো দিবসটি পালিত হয়। ওই বছর থেকেই আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করে আসছে বিশ্বের কমপক্ষে ৩০ কোটি আদিবাসী।

আদিবাসী সামাজিক নেতৃবৃন্দসহ রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের শতাধিক সদস্যবৃন্দের অংশ গ্রহণে সাংস্কৃতিক শোভাযাত্রার মাধ্যমে দিবস উদযাপনের কর্মসূচি আরম্ভ হয়। ঐতিহ্যবাহী সাজসজ্জা ও বাদ্যযন্ত্রসহ জাকজমকপূর্ণ শোভাযাত্রাটি কাকনহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ করে পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন সড়কে পথসভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন ও সঞ্চালনা করেন সিসিবিভিওর কর্মসূচি কর্মকর্তা যোশেফ হাঁসদা।

পথসভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সিসিবিভিওর ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরী, পশ্চিম কাদমা ফুলবাড়ি রক্ষাগোলা সংগঠনের মোড়ল লুইস কিস্কু, রক্ষাগোলা সমন্বয় কমিটির সাবেক সভাপতি সরল এক্কা, শিক্ষানবীশ আইনজীবী ইসমাইল হোসেন বিপ্লব, আইনজীবী মাসুদ রানা, মাহালী দিঘরী বাইসির সভাপতি ও জাতীয় আদিবাসী পরিষদের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি সিষ্টি বারে; বক্তব্য শেষে কবিতা পাঠ করেন সিসিবিভিও’র সমাজ সংগঠক রুমিলা হেম্ব্রম।

আলোচনায় বক্তারা বলেন, আদিবাসীদের কাছ থেকে মতামত গ্রহণ ব্যতীত তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন নামকরণ নিন্দনীয় এবং আদিবাসীদের আদিবাসী হিসেবেই সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আলোচনা শেষে সভার সভাপতি আদিবাসী দিবসের অঙ্গীকার হৃদয়ে ধারণ করবার আহ্বান জানিয়ে দিবস উদযাপনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

কলমাকান্দা (নেত্রকোনা)

আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুনরাই মূল শক্তি এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ ৯ আগস্ট গত বুধবার নেত্রকোনার কলমাকান্দায় নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, ওয়াই এম সি এ, ওয়াই ডব্লিউ সি এ, সারা, কম্পেশন, কারিতাস, ডিএসকে কলমাকান্দার আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়।

এ উপলক্ষে প্রথমেই কলমাকান্দা উপজেলা চত্ত্বরে জমায়েত হওয়া উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা আদিবাসীদের নিয়ে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত এর কাছে মাননীয় উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়, পরে এক বর্নাঢ্য র্যালি সারাবাজার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে আদিবাসী ইউনিয়ন এর ব্যানারে, উপজেলা ট্রাইবাল চেয়ারম্যান আশুতোষ সাংমার সভাপতিত্বে ও আদিবাসী ইউনিয়ন সভাপতি অবনী কান্ত হাজং এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি ফারুক আহমেদ তালুকদার,

বক্তারা বলেন, আদিবাসীদের সম্পদ ও বাসস্থান হারানো, নির্যাতন এবং বৈষম্যের কারনে তাদের জীবনমান অনেক পিছিয়ে পড়েছে। জাতিসংঘের সমিক্ষা অনুযায়ী পৃথিবীর অতিদ্ররিদ্র জনগোষ্ঠীর একতৃতীয়াংশই আদিবাসী। কাজেই এ বিষয়ে দেশের সরকারকে আরোও সংবেদনশীল হতে হবে। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক বাজেট বরাদ্দ ও ভূমি কমিশন গঠন করতে হবে। আলোচনা শেষে আদিবাসী শিল্পীগোষ্ঠী তাঁদের সংস্কৃতি ও কৃষ্টি তুলে ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন

‘সারাদেশ’ : আরও খবর

» গ্যাস সংকটের প্রতিবাদে শনির আখড়ায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ

» সিরাজগঞ্জে মরিয়ম হত্যা মামলার রহস্য উদ্ঘাটন

» বেতাগীতে ঘনকুয়াশা, হিমেল হাওয়া ও কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত

» মোরেলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ ৫ বছরেও সম্পন্ন হয়নি

» বোয়ালখালীতে খালের গর্ভে বিলীন চলাচলের সড়ক

» রাউজানে আগুনে পুড়েছে ৩ পরিবারের বসতঘর

» রৌমারীতে ধান-চাল সংগ্রহ শুরু

» রায়গঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটায় ৪ ব্যক্তির জেল-জরিমানা

» পোরশায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

» প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

» টুঙ্গিপাড়ায় এনসিপির সমন্বয় কমিটি গঠন

» হবিগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহত

» নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের হাতে যুবক খুন

» সাঘাটায় হানাদার মুক্ত দিবস উদযাপনে আলোচনা সভা

» বরুড়ায় কম্বল ও শীতবস্ত্র বিতরণ

» মহেশপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

» ‘লাইনম্যানের’ দৌরাত্মে দিশেহারা সিএনজি অটোরিক্সা চালকরা

» ভালুকায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোষক কারিগরদের

» মীরসরাইয়ে ভূমিকম্প ঝুঁকিতে এক যুগের পুরোনো ভবন

» ধানের দাম কমে যাওয়ায় লোকসানের আশঙ্কায় কৃষকরা