জামালপুরের মাদারগঞ্জে ৩ নং গুনারীতলা ইউনিয়নে গতকাল রবিবার ১০ আগষ্ট দুপুর ৩.১৫ মি. উত্তর গুনারীতলা সুলতান মাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে বিদ্যালয়টির ভবনের ছাদের বিম ধসে পড়ে।
এতে ওই বিদ্যালয়ের ২ শিক্ষার্থী গুরুতর আহত হয়। আহত শিক্ষার্থীরা হলেন, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ইয়াসিন আরাফাত ও মো. সাইম। এ বিষয়ে গুনারীতলা সুলতান মাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মোঃ শাহজাহান সংবাদকে জানান, গতকাল রোববার দুপুর আনুমানিক ৩.১৫ মিনিটে পঞ্চম শ্রেণীর ক্লাস চলাকালিন সময় হঠাৎ বিদ্যালয়টির পুরাতন ক্লাস ভবনের ছাদের বিমে ধসে পড়ে। এতে আমাদের পঞ্চম শ্রেণীর ২ শিক্ষার্থী আহত হয়।
এসময় তাদের উদ্ধার করে প্রাথমিক প্রদান শেষে তাদের অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়। জানা গেছে,বিদ্যালয়ের ভবনটি ২০০০ সালে নির্মাণ করা হয়েছে।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার নুরুল আমিন এর সাথে একাধিকবার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। ধারণা করা হচ্ছে, হয়তোবা কোন জরুরী কাজে ব্যস্ত ছিলেন।
গুনারীতলা সুলতান মাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে বিদ্যালয়টির ভবনের ছাদের বিম ধসে পড়ে।