ছবি : অনলাইন থেকে সংগৃহীত
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর কোম্পানির নিকট সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হয়েছে। গতকাল রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, সিএনজি অটোরিকশা প্রায়ই দ্রুতগতিতে চলে। যাত্রীরা বারবার নিষেধ করার পরও তারা আমলে না নিয়ে বেপরোয়া গতিতে চলার কারণে দুর্ঘটনা ঘটে। গতকাল রোববার নতুন ব্রিজ থেকে খোয়াই সিএনজি নামের একটি সিএনজি যাত্রী নিয়ে হবিগঞ্জ আসে।
এ সময় উল্লেখিত স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি থেকে ছিটকে পড়ে চালক ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় অন্য যাত্রীরা গুরুতর আহত হন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একে এম শাহীন শাহাবুদ্দিন।
ছবি : অনলাইন থেকে সংগৃহীত
সোমবার, ১১ আগস্ট ২০২৫
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর কোম্পানির নিকট সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হয়েছে। গতকাল রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, সিএনজি অটোরিকশা প্রায়ই দ্রুতগতিতে চলে। যাত্রীরা বারবার নিষেধ করার পরও তারা আমলে না নিয়ে বেপরোয়া গতিতে চলার কারণে দুর্ঘটনা ঘটে। গতকাল রোববার নতুন ব্রিজ থেকে খোয়াই সিএনজি নামের একটি সিএনজি যাত্রী নিয়ে হবিগঞ্জ আসে।
এ সময় উল্লেখিত স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি থেকে ছিটকে পড়ে চালক ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় অন্য যাত্রীরা গুরুতর আহত হন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একে এম শাহীন শাহাবুদ্দিন।