দিনাজপুরের বিরল উপজেলায় ‘জীবন মহল’ নামের একটি বিনোদন পার্কে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটা থেকে ঘণ্টাব্যাপী এ সহিংসতায় একজন সংবাদকর্মীসহ অন্তত ১২ জন আহত হন। ভাঙচুর করা হয়েছে দুটি মাইক্রোবাস ও পাঁচ সংবাদকর্মীর মোটরসাইকেল। পরে পুলিশ ও সেনাসদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এর আগে ১৭ আগস্ট পার্কে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এবং মালিক আনোয়ার হোসেন ওরফে জীবন চৌধুরীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
আজ বিকেলে আনোয়ার হোসেনের সমর্থকেরা ‘অপপ্রচারের প্রতিবাদে’ সমাবেশ ডাকেন, অপরদিকে স্থানীয় লোকজন তাঁর গ্রেপ্তারের দাবিতে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ আহ্বান করেন। বেলা তিনটার দিকে দুই পক্ষের সংঘর্ষে লাঠিসোঁটা ও ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। এ সময় কিছু লোক পার্কে ঢুকে লুটপাট ও অগ্নিসংযোগ করে।
পার্কের মালিক জীবন চৌধুরীর দাবি, পরিকল্পিতভাবে তাঁর প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে, এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। অপরদিকে তৌহিদি জনতার পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, জীবন চৌধুরীর নেতৃত্বে দীর্ঘদিন ধরে পার্কে অসামাজিক কার্যকলাপ ও ইসলামবিরোধী কর্মকাণ্ড চলছে।
দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদের ঘোষণা থাকলেও বাইরে থেকে লোক এনে হামলা হয়েছে। ক্ষতিগ্রস্ত পক্ষ চাইলে মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
দিনাজপুরের বিরল উপজেলায় ‘জীবন মহল’ নামের একটি বিনোদন পার্কে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটা থেকে ঘণ্টাব্যাপী এ সহিংসতায় একজন সংবাদকর্মীসহ অন্তত ১২ জন আহত হন। ভাঙচুর করা হয়েছে দুটি মাইক্রোবাস ও পাঁচ সংবাদকর্মীর মোটরসাইকেল। পরে পুলিশ ও সেনাসদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এর আগে ১৭ আগস্ট পার্কে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এবং মালিক আনোয়ার হোসেন ওরফে জীবন চৌধুরীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
আজ বিকেলে আনোয়ার হোসেনের সমর্থকেরা ‘অপপ্রচারের প্রতিবাদে’ সমাবেশ ডাকেন, অপরদিকে স্থানীয় লোকজন তাঁর গ্রেপ্তারের দাবিতে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ আহ্বান করেন। বেলা তিনটার দিকে দুই পক্ষের সংঘর্ষে লাঠিসোঁটা ও ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। এ সময় কিছু লোক পার্কে ঢুকে লুটপাট ও অগ্নিসংযোগ করে।
পার্কের মালিক জীবন চৌধুরীর দাবি, পরিকল্পিতভাবে তাঁর প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে, এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। অপরদিকে তৌহিদি জনতার পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, জীবন চৌধুরীর নেতৃত্বে দীর্ঘদিন ধরে পার্কে অসামাজিক কার্যকলাপ ও ইসলামবিরোধী কর্মকাণ্ড চলছে।
দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদের ঘোষণা থাকলেও বাইরে থেকে লোক এনে হামলা হয়েছে। ক্ষতিগ্রস্ত পক্ষ চাইলে মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।