ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
কৃষিপ্রধান দেশ বাংলাদেশ। কৃষি কৃষক ও বাংলাদেশের প্রাণ। ধান,পাট ছাড়াও কৃষক বিভিন্ন কৃষিজাত পণ্য উৎপাদন করে থাকেন। এসব পণ্য উৎপাদন করে সাফল্য, লাভবান হচ্ছেন। এমন একজন কৃষক মোহনগঞ্জের আলী উছমান। আদা ওষুধের দাদা। ওষুধি গুণে ভরপুর আদা। এটি একটি উপাদেয় মসলা এই আদা চাষকে বেছে নিয়েছেন আলী উছমান। উপজেলার বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের ছোট পাইকুড়া নিজ বাড়ির আঙিনায় বস্তায় আদা চাষ করছেন। প্রায় তিনশ বস্তায় আদা রোপণ করছেন। কৃষি বিভাগের পরামর্শ ও প্রযুক্তি ব্যবহার করে নিজ আঙিনায় আদার বাগান গড়ে তোলেন। ইতিমধ্যে আদাগাছ সবুজ বরণ নিয়ে বেড়ে উঠছে। তিনি ভালো ফলনের আশা করছেন। তিনি বলেন, এবারের ফলন দেখে আগামীতে আরো বড় পরিসরে আদা চাষ করবেন বলে জানান। রুখ(লক্ষন) ভালোই দেখছি। আশা করছি ভালো ফলন হবে। আদার মতো অন্যান্য ফসলও এখন বস্তায় মাড়ানো (চাষ)করা যায়। সকলেই এই বস্তায় চাষ পদ্ধতি ব্যবহার করে লাভবান হতে পারেন।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
কৃষিপ্রধান দেশ বাংলাদেশ। কৃষি কৃষক ও বাংলাদেশের প্রাণ। ধান,পাট ছাড়াও কৃষক বিভিন্ন কৃষিজাত পণ্য উৎপাদন করে থাকেন। এসব পণ্য উৎপাদন করে সাফল্য, লাভবান হচ্ছেন। এমন একজন কৃষক মোহনগঞ্জের আলী উছমান। আদা ওষুধের দাদা। ওষুধি গুণে ভরপুর আদা। এটি একটি উপাদেয় মসলা এই আদা চাষকে বেছে নিয়েছেন আলী উছমান। উপজেলার বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের ছোট পাইকুড়া নিজ বাড়ির আঙিনায় বস্তায় আদা চাষ করছেন। প্রায় তিনশ বস্তায় আদা রোপণ করছেন। কৃষি বিভাগের পরামর্শ ও প্রযুক্তি ব্যবহার করে নিজ আঙিনায় আদার বাগান গড়ে তোলেন। ইতিমধ্যে আদাগাছ সবুজ বরণ নিয়ে বেড়ে উঠছে। তিনি ভালো ফলনের আশা করছেন। তিনি বলেন, এবারের ফলন দেখে আগামীতে আরো বড় পরিসরে আদা চাষ করবেন বলে জানান। রুখ(লক্ষন) ভালোই দেখছি। আশা করছি ভালো ফলন হবে। আদার মতো অন্যান্য ফসলও এখন বস্তায় মাড়ানো (চাষ)করা যায়। সকলেই এই বস্তায় চাষ পদ্ধতি ব্যবহার করে লাভবান হতে পারেন।