চোরাবালিতে আটকে স্কুল ছাত্রীর মৃত্যু
চকরিয়া (কক্সবাজার) : মাতামুহুরী নদী থেকে অবৈধ বালু উত্তোলন -সংবাদ
নদীতে গোসল করতে নেমে চোরাবালিতে আটকে স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনায় অবশেষে কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বাণিজ্য বন্ধে কঠোর হচ্ছে উপজেলা প্রশাসন।
একই সঙ্গে চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক জনপদ চিরিঙ্গা সোসাইটি এলাকা থেকে যানজট নিরসনে ভাসমান হকারদের দোকান উচ্ছেদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রোববার বেলা এগারোটার দিকে চকরিয়া উপজেলা মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভায় উপরোক্ত সিদ্ধান্তের আলোকে পরবর্তী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের দায়িত্বশীলদের নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।
চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে একইদিন পরপর আইনশৃঙ্খলা বিষয়ক ও মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির দুইটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।
সভায় বক্তব্য দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব, চকরিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জায়নুল আবেদিন। এতে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আনোয়ারুল আমিন, উপজেলা কৃষি অফিসার শাহানাজ ফেরদৌসী, উপজেলা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা, পৌরশহর ট্রাফিক পুলিশের ওসি, হাইওয়ে পুলিশের কর্মকর্তা, উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মোছাদ্দেকুল ইসলাম, সেনাবাহিনীর প্রতিনিধি, খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, বিএমচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইসমাইল মানিক, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশিদ, কাকারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত জনপ্রতিনিধি, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় সমসাময়িক ঘটে যাওয়া নানা তুলে ধরেআইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আহবান জানান।
সকলের মতামতের ভিত্তিতে ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান বলেন, সভার আলোচ্য বিষয়ের আলোকে চকরিয়া উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রবণতা কমানো, মাদক ও অবৈধ কার্যক্রম বন্ধ করা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত এবং নির্দেশনা জারি করা হয়।
এরই অংশ হিসেবে মাতামুহুরী নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে। চকরিয়া পৌরশহর যানজট মুক্ত রাখতে ভাসমান হর্কারের দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা এবং এ সংক্রান্ত পরিচালনা
কমিটি গঠন, অললাইন জুয়া বন্ধের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ, কক্সবাজার টু চট্টগ্রাম মহাসড়ক যানজট মুক্ত রাখতে ব্যবস্থা গ্রহণ, রেলওয়ে স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করতে পুলিশকে নির্দেশ, জন্মনিবন্ধন প্রস্তুত ও টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধনসহ আরও বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তের আলোকে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
চোরাবালিতে আটকে স্কুল ছাত্রীর মৃত্যু
চকরিয়া (কক্সবাজার) : মাতামুহুরী নদী থেকে অবৈধ বালু উত্তোলন -সংবাদ
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
নদীতে গোসল করতে নেমে চোরাবালিতে আটকে স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনায় অবশেষে কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বাণিজ্য বন্ধে কঠোর হচ্ছে উপজেলা প্রশাসন।
একই সঙ্গে চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক জনপদ চিরিঙ্গা সোসাইটি এলাকা থেকে যানজট নিরসনে ভাসমান হকারদের দোকান উচ্ছেদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রোববার বেলা এগারোটার দিকে চকরিয়া উপজেলা মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভায় উপরোক্ত সিদ্ধান্তের আলোকে পরবর্তী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের দায়িত্বশীলদের নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।
চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে একইদিন পরপর আইনশৃঙ্খলা বিষয়ক ও মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির দুইটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।
সভায় বক্তব্য দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব, চকরিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জায়নুল আবেদিন। এতে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আনোয়ারুল আমিন, উপজেলা কৃষি অফিসার শাহানাজ ফেরদৌসী, উপজেলা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা, পৌরশহর ট্রাফিক পুলিশের ওসি, হাইওয়ে পুলিশের কর্মকর্তা, উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মোছাদ্দেকুল ইসলাম, সেনাবাহিনীর প্রতিনিধি, খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, বিএমচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইসমাইল মানিক, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশিদ, কাকারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত জনপ্রতিনিধি, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় সমসাময়িক ঘটে যাওয়া নানা তুলে ধরেআইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আহবান জানান।
সকলের মতামতের ভিত্তিতে ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান বলেন, সভার আলোচ্য বিষয়ের আলোকে চকরিয়া উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রবণতা কমানো, মাদক ও অবৈধ কার্যক্রম বন্ধ করা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত এবং নির্দেশনা জারি করা হয়।
এরই অংশ হিসেবে মাতামুহুরী নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে। চকরিয়া পৌরশহর যানজট মুক্ত রাখতে ভাসমান হর্কারের দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা এবং এ সংক্রান্ত পরিচালনা
কমিটি গঠন, অললাইন জুয়া বন্ধের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ, কক্সবাজার টু চট্টগ্রাম মহাসড়ক যানজট মুক্ত রাখতে ব্যবস্থা গ্রহণ, রেলওয়ে স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করতে পুলিশকে নির্দেশ, জন্মনিবন্ধন প্রস্তুত ও টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধনসহ আরও বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তের আলোকে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।