-সংবাদ
কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেলিং বিনোদনের অন্যতম আকর্ষণ। তবে যথাযথ নিরাপত্তা না মানায় এটি পর্যটকদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। গত শনিবার (৩০ আগস্ট) দরিয়ানগর সংলগ্ন প্রেসিডেন্ট বিচ পয়েন্টে এমনই এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্যারাসেলিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক পর্যটক ঝাউগাছে আটকে পড়েন। এ দৃশ্য স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে। ‘স্যাটেলাইট ভিশন সি স্পোর্টস’-এর পরিচালিত একটি রাইডে এ ঘটনা ঘটে। প্রায় দুই মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায়—লাইফ জ্যাকেট পরিহিত এক পর্যটক ঝাউগাছের ডালে দড়িসহ ঝুলে আছেন। দীর্ঘক্ষণ ঝুলে থাকার পর উপস্থিত লোকজন ও প্রতিষ্ঠানটির কর্মীরা তাকে উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শী আল আমিন বলেন, ওই পর্যটক অনেকক্ষণ গাছে ঝুলে ছিলেন। মনে হচ্ছিল যেকোনো সময় পড়ে যেতে পারেন। পরে কর্মীরা তাকে নিরাপদে উদ্ধার করেন।
প্রতিষ্ঠানটির ম্যানেজার নুর মোহাম্মদ দাবি করে পর্যটক নিয়ম না মানায় এ দুর্ঘটনা ঘটে। তবে কেউ আহত হননি। এ ঘটনার পর জেলা প্রশাসনের নজরে আসে বিষয়টি। কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিম খান বলে পর্যটক সুস্থ আছেন। তবে নিরাপত্তাজনিত ঝুঁকি থাকায় সৈকতে সব ধরনের প্যারাসেলিং কার্যক্রম আপাতত বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
-সংবাদ
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেলিং বিনোদনের অন্যতম আকর্ষণ। তবে যথাযথ নিরাপত্তা না মানায় এটি পর্যটকদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। গত শনিবার (৩০ আগস্ট) দরিয়ানগর সংলগ্ন প্রেসিডেন্ট বিচ পয়েন্টে এমনই এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্যারাসেলিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক পর্যটক ঝাউগাছে আটকে পড়েন। এ দৃশ্য স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে। ‘স্যাটেলাইট ভিশন সি স্পোর্টস’-এর পরিচালিত একটি রাইডে এ ঘটনা ঘটে। প্রায় দুই মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায়—লাইফ জ্যাকেট পরিহিত এক পর্যটক ঝাউগাছের ডালে দড়িসহ ঝুলে আছেন। দীর্ঘক্ষণ ঝুলে থাকার পর উপস্থিত লোকজন ও প্রতিষ্ঠানটির কর্মীরা তাকে উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শী আল আমিন বলেন, ওই পর্যটক অনেকক্ষণ গাছে ঝুলে ছিলেন। মনে হচ্ছিল যেকোনো সময় পড়ে যেতে পারেন। পরে কর্মীরা তাকে নিরাপদে উদ্ধার করেন।
প্রতিষ্ঠানটির ম্যানেজার নুর মোহাম্মদ দাবি করে পর্যটক নিয়ম না মানায় এ দুর্ঘটনা ঘটে। তবে কেউ আহত হননি। এ ঘটনার পর জেলা প্রশাসনের নজরে আসে বিষয়টি। কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিম খান বলে পর্যটক সুস্থ আছেন। তবে নিরাপত্তাজনিত ঝুঁকি থাকায় সৈকতে সব ধরনের প্যারাসেলিং কার্যক্রম আপাতত বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।