নেত্রকোনার মোহনগঞ্জে অভিযান চালিয়ে প্রায় এক লাখ টাকা মূল্যের ২০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে প্রশাসন। পরে এসব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। গতকাল সোমবার দুপুরে উপজেলার বাহাম গ্রামে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জাল পুড়িয়ে ধ্বংসের নির্দেশ দেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, দেশীয় মাছ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে। এরআগেও আমরা নিষিদ্ধ জালের গুদামে অভিযান চালিয়ে কয়েক লাখ টাকার জাল জব্দ করেছি। এছাড়া বিলে অভিযান চালিয়েও বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। মাছের উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে থানার কয়েকজন পুলিশ সদস্য, উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ও অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫
নেত্রকোনার মোহনগঞ্জে অভিযান চালিয়ে প্রায় এক লাখ টাকা মূল্যের ২০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে প্রশাসন। পরে এসব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। গতকাল সোমবার দুপুরে উপজেলার বাহাম গ্রামে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জাল পুড়িয়ে ধ্বংসের নির্দেশ দেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, দেশীয় মাছ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে। এরআগেও আমরা নিষিদ্ধ জালের গুদামে অভিযান চালিয়ে কয়েক লাখ টাকার জাল জব্দ করেছি। এছাড়া বিলে অভিযান চালিয়েও বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। মাছের উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে থানার কয়েকজন পুলিশ সদস্য, উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ও অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।